ঢাকায় দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ জাতীয় দলের কোচের পদের জন্য সাক্ষাৎকার দিতে ঢাকায় এসেছেন দক্ষিণ আফ্রিকা দলের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। বুধবার সকাল ১০টায় ঢাকায় এসেছেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সাক্ষাৎকার শেষে বৃহস্পতিবার সকালে তাঁর বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে। এর আগে দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দলের কোচের দায়িত্ব পালন করেছেন ডমিঙ্গো।

২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৩ সালের আগস্ট পর্যন্ত প্রোটিয়াদের কোচ ছিলেন তিনি। প্রোটিয়া কোচ গ্যারি কারস্টেনের উত্তরসূরি ছিলেন তিনি। ২০১১ সাল থেকে কারস্টেনের সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
কিছুদিন আগেই কোচিং স্টাফ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপে বাংলাদেশ প্রত্যাশা অনুযায়ী পারফর্মেন্স করতে না পারায় সমঝোতার মাধ্যমে প্রধান কোচ স্টিভ রোডসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বিসিবি।
তাছাড়া, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ এবং স্পিন বোলিং কোচ সুনীল যোশির সঙ্গে চুক্তি নবায়ন করেনি বিসিবি। কিছুদিন আগেই পেস বোলিং কোচ হিসেবে চার্ল ল্যাঙ্গাভেল্ট এবং স্পিন বোলিং কোচ হিসেবে ড্যানিয়েল ভেট্টরিকে নিয়োগ দিয়েছে বিসিবি। তবে প্রধান কোচের পদটি শূন্যই রয়েছে।