ভাইকিংসের মালিকানার অংশ হতে চান আকরাম

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল চিটাগং ভাইকিংসের মালিকানার অংশ হতে চান বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খান। দলটির বর্তমান মালিক আজম নাসির তাঁর আগ্রহ থাকলেই দলটির অংশ হতে রাজি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির এই চেয়ারম্যান।
আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি নির্বাচন। আসন্ন এই নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন চট্টগ্রামের বর্তমান নগর পিতা নাসির। এই কারণেই বিপিএল থেকে নিজেকে গুটিয়ে নেয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। আকরাম জানিয়েছেন, নাসিরের সঙ্গ পেলে ভালো একটি দল গড়তে আশাবাদী তিনি।

এ প্রসঙ্গে আকরাম বলেন, 'আমার খুব ইচ্ছা আছে। এটা আমার একার পক্ষে সম্ভব নয়। নাসির ভাই থাকলে আমরা অনেক সুন্দর করে টিমটা করতে পারব।’
বিপিএলে চিটাগং ভাইকিংসের ফ্র্যাঞ্চাইজি হওয়ার ব্যাপারে বতর্মান চট্টগ্রাম মেয়র আজম নাসিরের কথা থাকলেও, আপাতত বিপিএল ??িয়ে ভাবছেন না এই ক্রীড়া সংগঠক। তিনি নিশ্চিত করেছেন এখনও এই ব্যাপারে মনস্থির করেননি তিনি।
নাসির বলেছেন, 'যখন বিপিএল শুরু হবে তখন আমার নির্বাচনের ডামাডোলও শুরু হয়ে যাবে। এখন যদি আমি বিপিএলের দিকে চলে যাই তবে এই কাজে ব্যাঘাত ঘটতে পারে। এটা চিন্তা করে এখনও পর্যন্ত আমি মনস্থির করিনি।'