চাকরি হারালেন মিকি আর্থার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের প্রধান কোচ মিকি আর্থারের সঙ্গে চুক্তি নবায়ন করছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাক প্যাশনের এক সাংবাদিক এবং আইসিসির টুইটার থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।
মঙ্গলবার পাকিস্তান দলের পারফর্মেন্স রিভিউ করতে পিসিবির সঙ্গে বৈঠকে বসেছিলেন আর্থার। সেখানে পাকিস্তান দলের কোচ হিসেবে থাকার জন্য ইচ্ছা পোষণ করেন তিনি।
২০২১ সাল পর্যন্ত ইমাদ ওয়াসিম-শাদাব খানদের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন এই প্রোটিয়া। যদিও আগেই গুঞ্জল ছিল বিশ্বকাপের পর শোনা যাচ্ছিল তাঁকে আর কোচ হিসেবে চাইছে না পিসিবি।

আর সেই গুঞ্জনই সত্যি হয়ে দাঁড়ালো। তবে সেই বৈঠকে পাকিস্তান দলের ভবিষ্যত দুইজন অধিনায়কের নাম প্রকাশ করেছিলেন আর্থার।
সরফরাজ আহমেদকে অধিনায়কের পদ থেকে সরিয়ে সীমিত ওভারে তার শাদাব খান আর টেস্ট ফরমেটে অধিনায়ক হিসেবে বাবর আজমকে অধিনায়ক করতে চেয়েছিলেন তিনি।
বোর্ডের ঘনিষ্ঠ একজন মুখপাত্র পিটিআইকে জানিয়েছিল, ‘সরফরাজকে নিয়ে খুব একটা ইতিবাচক কথা বলেননি আর্থার।
তার নেতৃত্ব গুণ পছন্দ নয় তার। কমিটিকে তিনি বলেছেন কাঙ্ক্ষিত ফল পেতে আরও দুই বছর প্রয়োজন তার।’
চলতি বছরের অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান। আসন্ন এই সিরিজের আগেই নতুন কোচ নিয়োগ দেয়া হবে বলে নিশ্চিত করেছে পিসিবি।