'রোডস-পন্টিংদের অনুসরণ করুক তামিম-মিরাজরা'

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে ক্যাচ হাতছাড়া কিংবা বাজে ফিল্ডিংয়ের ফল ভোগ করতে হয়েছে বড় ব্যবধানে হার দিয়ে। বাংলাদেশের ফিল্ডারদের এই দুর্দশা দেখা গেছে শ্রীলঙ্কা সফরেও।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, ফিল্ডিং ইউনিট হিসেবে হতাশ করেছে বাংলাদেশ দল। প্রতিপক্ষের রানের ধারাও থামাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের ফিল্ডাররা।

ফিল্ডিংয়ে উন্নতির জন্য কিংবদন্তি ফিল্ডার জন্টি রোডস-রিকি পন্টিংয়ের অনুসরণ করার পরামর্শ দিয়েছেন তিনি। ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে সুজন জানিয়েছেন ফিল্ডিং সার্কেলের মধ্যে ঝুঁকে এগিয়ে গিয়ে ফিল্ডিং করতে পারেন না বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
এ প্রসঙ্গে সুজন বলেছেন, 'জন্টি রোডস অথবা রিকি পন্টিংরা ঝুঁকে সামনে এগিয়ে আসতো এবং এর ফলে ব্যাটসম্যানের জন্য জায়গাটি সংকুচিত হয়ে যেত। সার্কেলের ভেতরে আমরা এটা করতে পারি না।'
বিশ্বকাপ থেকেই ফিল্ডিং ইউনিট হিসেবে নিজেদের সেরাটা দিতে পারছে না বাংলাদেশ দল। প্রতিপক্ষের রানের ধারাও থামাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের ফিল্ডাররা। এমনটাই মনে করেন বাংলাদেশের এই কোচ।
সুজনের ভাষ্যমতে, 'ফিল্ডিং ইউনিট হিসেবে আমরা হতাশ করেছি। গুরুত্বপূর্ণ সময়ে যখন আমাদের রানের ধারা থামানোর খুব প্রয়োজন ছিল, ক্যাচ ধরার দরকার ছিল আমরা ব্যর্থ হয়েছি।'