promotional_ad

ফিনিশার পান্তের প্রশংসায় কোহলি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনির জায়গায় উইকেটের পেছনে দায়িত্ব পেয়েছেন তরুণ রিশাভ পান্ত। সেই সঙ্গে ভারতীয় দলের চার নম্বর পজিশনের দায়িত্বটাও দেয়া হয়েছে তাঁকে। প্রথম দুই টি-টোয়েন্টিতে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে না পারলেও শেষ ম্যাচে নিজের সহজাত ব্যাটিং করেই ভারতকে জয়ের বন্দরে নিয়ে গিয়েছেন তিনি।


শেষ টি-টোয়েন্টিতে ৪২ বলে ৬৫ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতের জয়ে বড় ভূমিকা পালন করেন পান্ত। যে জন্য ভারতের অধিনায়ক বিরাট কোহলির প্রশংসাও পেয়েছেন তিনি।



promotional_ad

সিরিজের শেষ ম্যাচে এসে বাজিমাত করার পাশাপাশি ভারতীয় দলে নিজের জায়গাটা আরেকটু পাকা করে ফেলেছেন পান্ত। ক্যারিয়ারে দ্বিতীয় হাফসেঞ্চুরি হাঁকানো এই উইকেটরক্ষক দলের প্রয়োজনে ফিনিশারের ভূমিকা পালন করায় মুগ্ধ হয়েছেন অধিনায়ক কোহলি।


কোহলি মনে করছেন, ভাগ্যের সহায়তা ছাড়াই ইনিংসটি উপহার দিয়েছেন পান্ত। কোহলি বলেন, 'প্রথম দুই ম্যাচে সে রান পায়নি তাই সে খুব হতাশ ছিল। সে খুব ভালো খেলছিল এবং তাঁর ব্যাটে বল খুবই ভালোভাবে লাগছিল।


এভাবেই টি-টোয়েন্টি ক্রিকেট চলে আসছে।  মাঝে মাঝে ভাগ্যের সহায়তা প্রয়োজন হয় না আপনার। কিন্তু আজ সে নিশ্চিত করেছে সে যেন তাঁর সেরাটা দিতে পারে। সে তাঁর ব্যাটিং দক্ষতা প্রদর্শন করেছে বড় শর্ট খেলেছে। যখন তাঁর কাছে আমাদের এটা দরকার ছিল। ইনিংসের গতি ধরেই সে ব্যাটিং করেছে।' 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball