বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করল ভারত

ছবি: উইকেট উজ্জাপন করছেন চহর

|| ডেস্ক রিপোর্ট ||
দুইবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নরা পাত্তাই পেল না ভারতের কাছে। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বিরাট কোহলির দলের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে কার্লোস ব্রাথওয়েটের দল। ফলে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবতে হল ক্যারিবিয়ানদের।
টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি স্বাগতিকদের। সফরকারীদের উড়ন্ত সূচনা এনে দেন পেসার দিপাক চহর। পাওয়ার প্লে শেষ না হতেই তিন ব্যাটসম্যানের উইকেট তুলে নেন তিনি।
১৪ রানে ৩ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। এমন অবস্থায় নিকোলাস পুরানকে সঙ্গে নিয়ে হাল ধরেন অভিজ্ঞ কাইরন পোলার্ড। এই জুটি দুজন মিলে যোগ করেন ৬৬ রান। দলীয় ৮০ রানে ১৭ রান করা পুরানকে বিদায় করেন নবদিপ সাইনি।

পুরান ফিরলেও আক্রমণাত্মক ব্যাটিং করে হাফ সেঞ্চুরি তুলে নেন পোলার্ড। রভম্যান পাওয়েলকে সঙ্গে নিয়ে স্বাগতিকদের দলীয় ১০০'র উপর নিয়ে যান তিনি। কিন্তু ১০৫ রানে ৫৮ করা পোলার্ডকে বোল্ড করেন সাইনি।
কার্লোস ব্রাথওয়েটকে নিজের প্রথম উইকেট হিসেবে তুলে নেন লেগ স্পিনার রাহ্লল চহর। তবে পাওয়েল এবং ফ্যাবিয়ান অ্যালেনের ব্যাটে সম্মানজনক পুঁজি পায় স্বাগতিকরা।
নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৬ রান স্কোরবোর্ডে তুলে তারা। ২০ বলে ৩৬ রান নিয়ে অপরাজিত থাকেন পাওয়েল। ৩ ওভার বোলিং করে ৪ রান দিয়ে ৩ উইকেট নেন দিপক চহর।
১৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। ব্যক্তিগত ৩ রানে দলীয় ১০ রানের সময় ওশানে থমাসকে উইকেট ছুঁড়ে দেন ওপেনার শিখর ধাওয়ান। এরপর লোকেশ রাহুলের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক বিরাট কোহলি।
এই জুটিতে ৬০ রান যোগ করেন দুজন। ২০ রান করে রাহুল বিদায় নিলেও রিশাব পান্তকে সঙ্গে নিয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন কোহলি। আরেক সাইডে পান্তও আক্রমণাত্মক ব্যাটিং করে হাফ সেঞ্চুরি তুলে নেন।
পান্ত হাফ সেঞ্চুরি হাঁকানোর পরই ওশানে থমাসের দ্বিতীয় শিকার হয়ে বিদায় নেন কোহলি। এরপর মানিশ পান্ডে এবং পান্ত মিলে হেসেখেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। ৫ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয় বিরাট কোহলির দল। ৪২ বলে ৬৫ রান নিয়ে অপরাজিত থাকেন পান্ত।