আরেকবার ভারত বধের অপেক্ষায় আকবর-হৃদয়রা

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ইতোমধ্যে সিরিজের ফাইনালে পৌঁছে গেছে আকবর আলীর দল। আগামীকাল (৭ আগস্ট) গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ যুবারা। বাংলাদেশ সময় বিকাল ৪টায় ব্যাকেনহামে ম্যাচটি মাঠে গড়াবে।
জয়ের ছন্দে রয়েছে আকবর-তৌহিদ হৃদয়রা। এখন পর্যন্ত সিরিজে ৭টি ম্যাচ খেলেছে তাঁরা। যেখানে চারটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে সফরকারী দলটি। যদিও একটি পরাজয় ও একটি ম্যাচ ড্র করেছে তারা।
শক্তিশালী ভারতের বিপক্ষেও টুর্নামেন্টে ভালো ফর্মে রয়েছে আকবররা। সিরিজে এখন পর্যন্ত তিনবারের দেখায় একবার করে জিতেছে দুই দলই। বাকি একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এবার আরও একবার ভারতকে হারানোর লক্ষ্???ে মাঠে নামবে বাংলাদেশের যুবারা।

ফাইনালের আগে ভারতকে হারানো আকবরদের আত্মবিশ্বাসের পালে হাওয়া দিবে। সেই ভাবনা নিয়েই আগামীকাল মাঠে নামতে যাচ্ছে দলটি। তবে ছেড়ে দিবে না ভারতও। সিরিজে জয় পরাজয়ের মধ্যে আছে দলটি। যদিও বাংলাদেশের বিপক্ষে ১১ আগস্টের ফাইনালে খেলতে যাচ্ছে ভারত।
তবুও ফাইনালের আগে জয় নিয়ে মাঠে ছাড়তে চাইবে তারা। নিজেদের সামর্থ্য প্রমাণ করতে চাইবে ভারত অনূর্ধ্ব-১৯ দল। স্বভাবতই বলা চলে, একটি হাড্ডাহাড্ডি ম্যাচ হতে যাচ্ছে কাল।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলঃ
আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয়, তানজিদ হাসান, মোহাম্মদ প্রান্তিক, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন, শামিম হোসেন, শাহাদাত হোসেন, রকিবুল হাসান, রিশাদ হোসেন, মৃতঞ্জয় চৌধুরী, অভিষেক দাস, মাহমুদুল হাসান, তানজিম হাসান ও শাহীন আলম।
ভারত অনূর্ধ্ব-১৯ দলঃ
প্রিয়ম গর্গ (ক্যাপ্টেন), যশস্বী জসওয়াল, ঠাকুর তিলক বর্মা, দিব্যাংশ সাক্সেনা, শাশ্বত রাওয়াত, ধ্রুব চাঁদ জুরেল (উইকেটকিপার), শুভাঙ্গ হেজ, রবি বিষ্ণই, বিদ্যধর পাতিল, সুশান্ত মিশ্র, রসিক সালাম, সমীর রিজভি, প্রজ্ঞেশ কানপিলেওয়ার, কামরান ইকবাল, প্রিয়েশ প্যাটেল (উইকেটকিপার), করণ লাল, পূর্ণক ত্যাগী ও অংশূল খাম্বোজ