মাশরাফির বিদায়ী ম্যাচ নিয়ে অনিশ্চয়তায় বিসিবি

ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ, আফগানিস্তান এবং জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আসন্ন এই সিরিজে জিম্বাবুয়েকে না পেলেও পরিকল্পনায় কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
কিছুদিন আগে জিম্বাবুয়ের সদস্যপদ স্থগিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিন্তু এখনো বিসিবি তাদেরকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রস্তুত। যদিও বিসিবির কাছে সময় চেয়েছে জিম্বাবুয়ে বোর্ড।
ত্রিদেশীয় সিরিজ শেষে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ আয়োজন করতে চায় বিসিবি। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজাকে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে বিদায় জানাতে চায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

সাম্প্রতিক সময়ে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে মাশরাফির জন্য বিদায়ী ম্যাচের আয়োজন করতে যাচ্ছে তারা। সেটা যদি হয়, তাহলে বলা যায় যেকোনো মূল্যে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ আয়োজন করতে মুখিয়ে আছে বিসিবি।
মঙ্গলবার মিরপুরে বিসিবির প্রধান নির্বাহী সুজন বলেন, ‘আইসিসির ভবিষ্যৎ সূচি অনুযায়ী আফগানিস্তানের যে সফর ছিল একটি টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি খেলার ব্যাপারে সেটাকে আমরা জিম্বাবুয়ের অনুরোধে একটি ত্রিদেশীয় সিরিজ করার সিদ্ধান্ত নেই গত আইসিসি মিটিংয়ে। তারই ধারাবাহিকতায় এখন যেটা হয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের কিছু নিষেধাজ্ঞার কারণে তাদের অংশগ্রহণ নিয়ে কিছু সংশয় তৈরি হয়েছিলো।’
‘কিন্তু তাদের ক্রিকেট বোর্ড আমাদের কাছে সময় চেয়েছিল যে এই বিষয়টি তারা মানিয়ে নিতে পারবে বা সিরিজে অংশ নেবে। আমরা আশা করছি দ্রুত তাদের ক্রিকেট বোর্ড থেকে আমরা নিশ্চয়তা পাবো। আমরা দুই বোর্ডের সঙ্গে কথা বলছি, জিম্বাবুয়ে না আসলে আমরা আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলবো।’
শুধুমাত্র আইসিসির টুর্নামেন্টগুলোতে অংশ নিতে পারবে না জিম্বাবুয়ে। দ্বিপাক্ষিক, ত্রিদেশীয় সিরিজ খেলতে পারবে দলটি এবং তাদের ম্যাচগুলোও আন্তর্জাতিক মর্যাদা পাবে বলে জানিয়েছেন সুজন।
‘ম্যাচের মর্যাদা সম্পর্কে কোনো অসুবিধা নেই। যেটা হয়েছে আইসিসির টুর্নামেন্টে তাদের অংশগ্রহণ এবং তাদের আর্থিক কিছু বিষয়ের ওপর আইসিসির নিষেধাজ্ঞা রয়েছে। জিম্বাবুয়ে বোর্ড তাদের সরকারের সঙ্গে কথা বলছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে সিরিজটি চালু রাখার। আমাদের সঙ্গে সর্বশেষ যে কথা হয়েছে তারা বলেছে যে সিরিজটি চালু আছে। আজকালের মধ্যে ওদের চূড়ান্ত সিদ্ধান্ত আমরা জানতে পারবো।’