এশিয়া অলস্টার্সের স্কোয়াড নিয়ে মুখ খুলতে নারাজ সুজন
ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এশিয়া অলস্টার্স ও বিশ্ব একাদশ নামে দুটি দলকে নিয়ে আগামী বছর টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২০ সালের মার্চে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ম্যাচ দুটিতে কারা খেলবেন, সে বিষয়ে এখনও কিছু জানায়নি বিসিবি। বাংলাদেশ থেকে এশিয়া একাদশের হয়ে কারা খেলবেন সেটাও জানা যায়নি। এই মুহূর্তে দল নিয়ে কথা বলা ঠিক হবে না বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

একটি নির্বাচক প্যানেল তৈরি করা হবে এশিয়া অলস্টার্সের স্কোয়াড গোছানোর জন্য। নির্বাচন প্রক্রিয়ায় দলে জায়গা দেয়া হবে এশিয়ার ক্রিকেটারদের। যে কারণে বাংলাদেশ থেকে কারা সুযোগ পাবেন, সে বিষয়ে এখনই বলা সম্ভব নয় বলে জানিয়েছেন সুজন।
‘নির্বাচন প্রক্রিয়ার জন্য আলাদা একটি কমিটি গঠন করা হবে। যারা এই নির্বাচন প্রক্রিয়ায় থাকবে। এই বিষয়ে এখন কোনো মতামত দেয়া আসলে ঠিক হবে না।’ মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের বলেছেন প্রধান নির্বাহী।
আগামী বছর ১৮ থেকে ২১ মার্চের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করবে বিসিবি। দুটি ম্যাচই আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদা পাবে।
ক্রিকেটের এমন একটি আসর বাংলাদেশে আয়োজন করার সুযোগ পেয়ে সন্তুষ্ট বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেছিলেন, ‘এটা বাংলাদেশের জন্য বিশেষ কিছু।’