এখনও বিশ্বকাপের পারফর্মেন্স রিপোর্ট পায়নি বিসিবি

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ হয়েছে প্রায় এক মাস। এরপর দেশে ফিরে কয়েক দিনের বিশ্রামের পর শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি শুরু করে বাংলাদেশ। শ্রীলঙ্কা সিরিজও শেষ হয়েছে বেশ কয়েকদিন হয়েছে। কিন্তু এখনও বিশ্বকাপের পারফর্মেন্স রিপোর্ট হাতে পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রতিটি সিরিজ বা টুর্নামেন্ট শেষেই টিম ম্যানেজার ক্রিকেট বোর্ডের কাছে দলের পুরো পারফর্মেন্স বিশ্লেষণ করে রিপোর্ট জমা দেন। নিয়ম অনুসারে বিশ্বকাপ শেষে বাংলাদেশ দলের পারফর্মেন্স রিপোর্ট জমা দেয়ার কথা ছিল মাশরাফিদের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের।

তিনি এখনও সেই রিপোর্ট জমা দেননি বলে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। বিশ্বকাপ শেষেই শ্রীলঙ্কায় সিরিজ খেলতে যায় বাংলাদেশ। সেই সিরিজে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন সুজন। তাই ব্যস্ততার কারণে রিপোর্ট জমা দিতে পারেননি বলে মনে করেন বিসিবির প্রধান নির্বাহী।
এ প্রসঙ্গে নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘আপনারা জানেন যে বিশ্বকাপের পর পরই আমাদের সিরিজ ছিল। বোর্ড মিটিং যখন হয় আমাদের টিম শ্রীলঙ্কায় অবস্থান করছিলো।’
গত ২৭ জুলাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাধারণ সভা ছিল। রিপোর্ট হাতে না পাওয়ায় টাইগারদের পারফর্মেন্স নিয়ে আলোচনা হয়নি। আগামী বোর্ড সভায় এই বিষয়ে আলোচনার ব্যাপারে আশাবাদী বিসিবির প্রধান নির্বাহী।
তিনি বলেছেন, ‘আমরা আশা করছি খুব শিগগিরই রিপোর্টটি পেয়ে যাবো। পরবর্তী বোর্ড সভায় এই বিষয়ে আলোচনা হতে পারে।’