ছিটকে পড়েছেন অ্যান্ডারসন

ছবি: ছবিঃ ইসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে পড়েছেন ইংল্যান্ডের ডানহাতি পেসার জেমস অ্যান্ডারসন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে পাওয়া ডানপায়ের মাংশ পেশির চোট তাঁকে ছিটকে দিয়েছে লর্ডস টেস্ট থেকে।
২০১৯ অ্যাশেজের উদ্বোধনী দিনেই চোট পেয়ে মাঠ ছাড়েন দলটির অভিজ্ঞ এই পেসার। নিজের প্রথম স্পেলে মাত্র ৪ ওভার বোলিং করেই সাজঘরে ফিরতে হয় অ্যান্ডারসনকে। এরপর পুরো ম্যাচে আর বোলিং করতে পারেননি তিনি।

এবার এমআরআই স্ক্যানে তাঁর ইনজুরি নিশ্চিত হয়েছে। যে কারণে টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারি এই বোলারকে পুনর্বাসনে পাঠানো হচ্ছে। ইংল্যান্ড এবং তাঁর কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের মেডিকেল টিমের সঙ্গে পুনর্বাসন নিয়ে কাজ করবেন তিনি।
চলতি বছরের জুলাইয়ে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার সময় এই ইনজুরিতে পড়েন অ্যান্ডারসন। বেশ কিছু ফিটনেস পরীক্ষা দিয়ে এজবাস্টন টেস্ট খেলতে নামেন তিনি। কিন্তু মাঠে নামতেই আবার মাথাচাড়া দিয়ে ওঠে তাঁর পুরনো ইনজুরি।
দলের অন্যতম অভিজ্ঞ এই পেসারের অনুপস্থিতি উপলব্ধি করেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ২৫১ রানের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিকরা।
আগামী ১৪ আগস্ট থেকে শুরু হতে যাওয়া লর্ডস টেস্টে না থাকলেও লিডস টেস্ট থেকে অ্যান্ডারসনকে পাওয়া যাবে বলে আশাবাদী ইংল্যান্ড। আগামী ২২ আগস্ট শুরু হবে অ্যাশেজের তৃতীয় টেস্ট।