promotional_ad

স্টেইনের অবসরে স্মৃতিকাতর ভিলিয়ার্স-ডু প্লেসি

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সোমবার টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তারকা প্রোটিয়া পেসার ডেল স্টেইন। দলের সবচেয়ে অভিজ্ঞ এই প??সারের অবসরের সিদ্ধান্তে স্মৃতিকাতর হয়ে পড়েছেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি এবং সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।


দুজনই নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন টুইটারে। স্টেইনকে বর্তমান প্রজন্মের শ্রেষ্ঠ বোলার হিসেবে মূল্যায়ন করছেন ডু প্লেসি। তাঁর মতে স্টেইনের অনেক কিছু অর্জনের বাকি ছিল। তাঁর শূন্যতা অনুভব করবেন বলে জানিয়েছেন প্রোটিয়া অধিনায়ক।



promotional_ad

ডু প্লেসি টুইটারে লিখেছেন, ‘সে প্রজন্মের শ্রেষ্ঠ বোলার। পরিসংখ্যান মিথ্যা বলে না। স্টেইনের পরিসংখ্যান সেরা। আমি জানি এখনো টেস্টে তার কতটা দেওয়ার ছিল। কত কিছু অর্জন করার ছিল। স্টেইনকে আমরা ভীষণভাবে মিস করব।’


স্টেইনের ঘোষণার পর স্মৃতিকাতর হয়ে পড়েছেন সাবেক অধিনায়ক ভিলিয়ার্স। এই পেসারের সঙ্গেই ক্যারিয়ার শুরু করেছিলেন ভিলিয়ার্স। দুজনই একসময় প্রোটিয়াদের অবিচ্ছিন্ন অংশ ছিলেন। সেই সময়ের কথা ভেবেই স্মৃতিকাতর হয়ে পড়েছেন ৩৬০ ডিগ্রি খ্যাত এই ব্যাটসম্যান।


এই প্রসঙ্গে ভিলিয়ার্স টুইটারে লিখেছেন, ‘তার সঙ্গে কাটানো অনেক স্মৃতি আছে বলবার মতো। কয়েক বছর আগে আমরা একসঙ্গে শুরু করেছিলাম এবং সময়ের সেরা এই বোলারকে সামনে থেকে দেখেছি। তুমি শ্রেষ্ঠ বোলার, মানুষ হিসেবেও সেরা।’



স্টেইন তাঁর ৯৩ টেস্টের ক্যারিয়ারে ৪৩৯টি উইকেট নিয়েছেন। সাদা পোষাকে দারুণ সফল হলেও ইনজুরির কারণে নিয়মিত খেলতে পারেননি তিনি। সদ্য সমাপ্ত বিশ্বকাপ থেকেও ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন। এবার টেস্ট থেকেও একই কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন।


অবসরের সিদ্ধান্ত জানিয়ে স্টেইন বলেছেন, ‘আমি ভীষণ ভালোবাসি এমন একটা সংস্করণ থেকে অবসর নিচ্ছি। আমার মতে টেস্ট শারীরিক আর মানসিকভাবে আপনার শক্ত পরীক্ষা নেবে। আর কোনদিন টেস্ট খেলব না এটা ভাবাই ভয়াবহ ব্যাপার। তবে এরচয়ে ভীতিকর হলো আর আর কখনো খেলতেই পারব না এই ভাবনা ভাবা। কাজেই খেলাটা লম্বা করতে টেস্ট ছেড়ে দিলাম।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball