নতুন কোচ পেল শ্রীলঙ্কা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চান্দিকা হাথুরুসিংহের সঙ্গে চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। তাঁর জায়গায় কোচের দায়িত্ব পালন করবেন দেশটির সাবেক কোচ এবং ক্রিকেট বোর্ডের বর্তমান নির্বাহী কর্মকর্তা জেরোমে জয়ারত্নে।
জয়ারত্নেকে অবশ্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি সিরিজে দায়িত্ব পালন করবেন তিনি।

কেন উইলিয়ামসনের দলের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পর পরই পূর্ণ মেয়াদের কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করবে শ্রীলঙ্কা। যে জন্য ইতোমধ্যে কাজে নেমে পড়েছেন তাঁরা।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সেক্রেটারি মোহান ডি সিলভা সংবাদ মাধ্যমে বলেন, ‘আজ (সোমবার) আমাদের সভা ছিলো বোর্ডে। আমরা হাথুরুসিংহের সঙ্গে চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।
তার জায়গায় নিউজিল্যান্ড সিরিজে কোচের দায়িত্ব পালন করবেন জেরোমে জয়ারত্নে। হাথুরু কখনোই তার কাজের জন্য জবাবদিহি করতে রাজি নয়। তাই আমরা তার চুক্তি স্থগিত করেছি। আলোচনার পরে চূড়ান্ত সিদ্ধান্ত।’
হাথুরুসিংহের সঙ্গে চুক্তি বাতিল করলেও তাঁকে এখনো বিদায় জানায়নি শ্রীলঙ্কা। বোর্ডের পক্ষ থেকে চুক্তি বাতিলের বিষয়টি নিশ্চিত করা হলেও ক্রীড়া মন্ত্রী হারিন ফার্নান্দোর নির্দেশ মোতাবেক হাথুরুসিংহের সাফল্য-ব্যর্থতা পর্যালোচনা করেই সিদ্ধান্তে পৌঁছাবে তারা।