বরখাস্ত চান্দিকা হাথুরুসিংহে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চান্দিকা হাথুরুসিংহের সঙ্গে চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। সোমবার বোর্ড সভা শেষে তাঁকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির ক্রিকেট বোর্ডের সেক্রেটারি মোহান ডি সিলভা।
সোমবার শোনা গিয়েছিল, ২৪ ঘন্টার মধ্যে বরখাস্ত হতে পারেন হাথুরুসিংহে। কিন্তু ২৪ ঘন্টা পার হওয়ার আগেই তাঁকে বাদ দেয়ার বিষয়টি নিশ্চিত করলো শ্রীলঙ্কা।

মূলত এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কার হতাশাজনক পারফরম্যান্সের পর থেকেই চাকরি হারানোর শঙ্কায় পড়ে গিয়েছিলেন হাথুরুসিংহে। সদ্য সমাপ্ত বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজটি ছিল লঙ্কানদের সঙ্গে তাঁর শেষ অ্যাসাইনমেন্ট।
যদিও চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত লঙ্কান বোর্ডের সঙ্গে চুক্তি রয়েছে হাথুরুসিংহের। এই বিষয়ে লঙ্কান বোর্ডের সেক্রেটারি মোহান ডি সিলভা বলেন, 'আজ (সোমবার) আমাদের সভা ছিলো বোর্ডে। আমরা হাথুরুসিংহের সঙ্গে চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।
তার জায়গায় নিউজিল্যান্ড সিরিজে কোচের দায়িত্ব পালন করবেন জেরোমে জয়ারত্নে। হাথুরু কখনোই তার কাজের জন্য জবাবদিহি করতে রাজি নয়। তাই আমরা তার চুক্তি স্থগিত করেছি। আলোচনার পরে চূড়ান্ত সিদ্ধান্ত।’
হাথুরুসিংহেকে এখনো বিদায় জানায়নি শ্রীলঙ্কা। আপাতত তার সঙ্গে চুক্তি স্থগিত করার কথা বলা হয়েছে বোর্ডের পক্ষ থেকে। ক্রীড়া মন্ত্রী হারিন ফার্নান্দোর নির্দেশ মোতাবেক হাথুরুসিংহের সাফল্য-ব্যর্থতা পর্যালোচনা করেই সিদ্ধান্তে পৌঁছাবে তারা।