১০ দিনের মধ্যে নতুন কোচ পাচ্ছে বাংলাদেশ

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ দলের কোচিং স্টাফদের বেশির ভাগ পদই এখন শূন্য। বিশেষ করে প্রধান কোচ কে হচ্ছেন, তা নিয়ে জল্পনাকল্পনা চলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন আগামী ১০ দিনের মধ্যে নতুন কোচ নিয়োগ দিচ্ছেন তারা।
এখনই বাংলাদেশ দলের প্রধান কোচ নিয়োগ দেয়া সম্ভব হলেও বিষয়টি নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ বিসিবি সভাপতি। তিনি জানিয়েছেন, কোচ নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত হলেই জানাবেন তিনি। সোমবার সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে একথা বলেছেন তিনি।

এ প্রসঙ্গে নাজমুল হাসান বলেন, 'কোচের ব্যাপারটা বড় জোর দুই সপ্তাহ বা বড় জোর ১০ দিন। আমরা চাইলে এখনই নিতে পারি। কিন্তু আমি বলছি না, আমরা আগে কথা বলবো। তারপর ফাইনাল সিলেকশন হবে। যেদিন সিলেকশন হবে সেদিনই নাম বলবো।'
স্টিভ রোডসের বিদায়ের পর হন্যে হয়ে কোচ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন কোচ নিয়োগের জন্য সংবাদ বিজ্ঞপ্তিও দিয়েছে বাংলাদেশের ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা। তাতে বেশ কয়েকজন নামিদামি কোচদের সারা মিলেছে বলেও জানিয়েছিল বিসিবি।
রোডসের বিদায়ের পর জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ। সেই সিরিজে বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। তাঁর অধীনে তিনটি ম্যাচেই হেরে লঙ্কানদের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।