সব ধরনের ক্রিকেট থেকে ম্যাককালামের অবসর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। বর্তমানে গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাতাচ্ছেন কিউই এই ক্রিকেটার।
টুর্নামেন্ট শেষেই ব্যাট-প্যাড গুছিয়ে রাখবেন তিনি। যে কারণে ইউরো টি-টোয়েন্টি স্ল্যামে অংশ নিবেন না ডানহাতি এই ব্যাটসম্যান।

২০১৬ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন নিউজিল্যান্ডের অন্যতম সেরা এই ক্রিকেটার। এরপর বিভিন্ন ফ্র্যাঞ্জাইজি লিগ খেলে বেড়িয়েছেন ম্যাককালাম।
এবার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। লম্বা ক্যারিয়ারে ৩৭০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ম্যাককালাম। ৭টি সেঞ্চুরি এবং ৫৫টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর নামের পাশে।
আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৪৩২টি ম্যাচ খেলেছেন ম্যাককালাম। যেখানে ১৯টি সেঞ্চুরি এবং ৭৬টি হাফ সেঞ্চুরি করেছেন মারকুটে এই ব্যাটসম্যান।