টেস্টকে বিদায় বলে দিলেন স্টেইন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ডেল স্টেইন। ৫ আগস্ট (সোমবার) এই ঘোষণা দেন ৩৬ বছর বয়সী এই পেসার। টেস্টে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেট শিকারি স্টেইন জানিয়েছেন, ক্যারিয়ার দীর্ঘ করতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
লাল বলের ক্রিকেটকে বিদায় জানালেও ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা চালিয়ে যেতে চান ডানহাতি এই পেসার।

২০০৪ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়ে স্টেইনের। সাদা পোশাকে দেশের হয়ে ৯৩ ম্যাচ খেলেছেন তিনি। ২২.৯৫ গড়ে ৪৩৯ উইকেট নিয়েছেন প্রোটিয়া এই পেসার। স্টেইনই টেস্টে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে সফল বোলার।
ইনজুরির কারণে এক বছর জাতীয় দলের বাইরে ছিলেন স্টেইন। ২০১৬ সালের নভেম্বরের পর ২০১৮ সালের জানুয়ারিতে দলে ফেরেন তিনি। কিন্তু আবারো ইনজুরির কবলে পড়তে হয় তাঁকে।
ছয় মাস পর ২০১৮ সালের জুলাইয়ে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আবারো দক্ষিণ আফ্রিকা দলে ফেরেন ডানহাতি এই পেসার। ইনজুরির সঙ্গে লড়াই করে টেস্ট ক্যারিয়ার বড় করতে চেয়েছিলেন স্টেইন।
লঙ্কানদের বিপক্ষে সিরিজ শেষে তিনি জানিয়েছিলেন, জাতীয় দলের হয়ে ১০০ টেস্ট এবং ৫০০ উইকেট নিতে চান। শেষ পর্যন্ত হারই মানতে হলো তাঁকে। একটি লক্ষ্যও পূরণ করা হলো না স্টেইনের।