বোর্ডের অনুমতিতেই গ্লোবাল টি-টোয়েন্টিতে রাসেল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন আন্দ্রে রাসেল। এ সময় কানাডায় অনুষ্ঠিত গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার।
জাতীয় দল ছেড়ে ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্টে খেলছেন রাসেল। স্বভাবতই তাঁকে নিয়ে সমালোচনা তৈরি হয়েছে ক্রিকেট বিশ্বে। তবে বোর্ডের অনুমতিতেই খেলেছেন রাসেল, নিশ্চিত করেছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্রেইভ।

গ্রেইভ বলেন, ‘ব্যাটসম্যান হিসেবে কানাডায় খেলার জন্য আমরাই তাকে অনুমতি দিয়েছি। প্রতিদিন তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। গ্লোবাল টি-টোয়েন্টিতে আমাদের কয়েকজন ফিজিও আছে। আন্দ্রের (রাসেল) হাঁটুর পরিস্থিতি নজরে রাখতে পারব।’
দীর্ঘদিন ধরে হাঁটুর ইনজুরিতে ভুগছেন রাসেল। এই ইনজুরির কারণেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছিলেন তিনি। তাই তাঁকে সম্পূর্ণ ফিট হয়ে ফেরার সময় দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
‘ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট খেলার মধ্যে বিস্তর ফারাখ রয়েছে। ভারতের বিপক্ষে আমাদের সমর্থকরা আন্দ্রে রাসেলের কাছ থেকে শতভাগ চায়। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে।’ বলেছেন প্রধান নির্বাহী গ্রেইভ।
ভারতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ ইতোমধ্যে হেরেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। আগামীকাল (৬ আগস্ট) সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচটিতে দলের হয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে আন্দ্রে রাসেলের।