promotional_ad

বিরল রেকর্ডে বার্নস

ছবিঃ ইসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


টেস্ট ক্রিকেটের ইতিহাসে দশম ব্যাটসম্যান হিসেবে পাঁচদিনই ব্যাটিং করার নজির গড়েছেন ইংলিশ ওপেনার ররি বার্নস। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে অ্যাশেজ সিরিজে এই কীর্তি গড়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। প্রথমজন সাবেক ইংলিশ ব্যাটসম্যান জিওফ বয়কট।


ঐতিহাসিক অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে বার্মিংহামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথম দিনে ৮০.৪ ওভার ব্যাটিং করে ২৮৪ রানে গুটিয়ে যায় অজিরা। পরে দুই ওভারের জন্য ব্যাটিংয়ে নামে ইংলিশরা।


ইংল্যান্ডের হয়ে ওপেনিংয়ে নামেন জেসন রয় এবং বার্নস। দ্বিতীয় দিনে সারাদিন ব্যাটিং করে সেঞ্চুরি তুলে নেন বার্নস। দিন শেষে ১২৫ রানে অপরাজিত থাকেন তিনি। ফলে তৃতীয় দিনেও ব্যাটিংয়ে নামেন এই বাঁহাতি।



promotional_ad

তৃতীয় দিনে অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। দিনের ১৫তম ওভারে বার্নস সাজঘরে ফেরেন ১৩৩ রান করে। ইংল্যান্ড ১৩৫.৫ ওভার ব্যাটিং করে অল আউট হয় ৩৭৪ রানে। নিজেদের দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিন ৩৪ ওভার ব্যাটিং করে অজিরা।


চতুর্থ দিনে আরও ৮১ ওভার ব্যাটিং করে ইংল্যান্ডের ৯০ রানের লিড পেরিয়ে ৩৯৮ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় অজিরা। সেই লক্ষ্যে ব্যাটিং করতে নেমে চতুর্থ দিন শেষে বার্নস অপরাজিত থাকেন ১৩ রান করে। সমান সংখ্যক রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন জেসন রয়।


বার্মিংহাম টেস্টের পঞ্চম দিনে ব্যাট হাতে নেমেই রেকর্ডের পাতায় নাম লেখান বার্নস। অ্যাশেজের প্রথম টেস্টের শেষ দিন তিনি আউট হন ৩৩ বলে ১১ রান করে। ৮৫ রানের মধ্যে উপরের সারির ৪ ব্যাটসম্যানকে হারিয়ে হারের শঙ্কায় পড়ে গেছে ইংলিশরা।


টেস্টে পাঁচদিন ব্যাট করা ব্যাটসম্যানদের তালিকাঃ



লক্ষীনারসু জয়সিমহা (ভারত)- অস্ট্রেলিয়ার বিপক্ষে, ১৯৬০ 
জিওফ বয়কট (ইংল্যান্ড) - অস্ট্রেলিয়ার বিপক্ষে, ১৯৭৭ 
কিম হিউজ (অস্ট্রেলিয়া) - ইংল্যান্ডের বিপক্ষে, ১৯৮০ 
অ্যালান ল্যাম্ব (ইংল্যান্ড) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ১৯৮৪ 
রবি শাস্ত্রী (ভারত) - ইংল্যান্ডের বিপক্ষে, ১৯৮৪ 
অ্যাডাম গ্রিফিথ (অস্ট্রেলিয়া) - নিউজিল্যান্ডের বিপক্ষে, ১৯৯৯ 
অ্যান্ড্রু ফ্লিনটফ (ইংল্যান্ড) - ভারতের বিপক্ষে, ২০০৬ 
আলভিরো পিটারসন (দক্ষিণ আফ্রিকা) - নিউজিল্যান্ডের বিপক্ষে, ২০১২ 
চেতেশ্বর পুজারা (ভারত) - শ্রীলঙ্কার বিপক্ষে, ২০১৭ 
ররি বার্নস (ইংল্যান্ড) - অস্ট্রেলিয়ার বিপক্ষে, ২০১৯  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball