promotional_ad

টেস্ট ইতিহাসের সেরা ব্যাটসম্যান স্মিথঃ ভন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


স্টিভ স্মিথকে টেস্ট ইতিহাসের সেরা ব্যাটসম্যান হিসেবে অভিহিত করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। বার্মিংহামে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন স্মিথ। তাঁর এমন দুইটি ইনিংস দেখার পর টুইট করেছেন ভন। 


সেখানে লিখেছেন, ‘আমি যত দিন ধরে খেলেছি এবং খেলা দেখেছি, তাতে আমার দেখা সেরা টেস্ট ব্যাটসম্যান হলো স্টিভ স্মিথ। এই লোক একটা জিনিয়াস!’



promotional_ad

স্মিথের মাটি কামড়ানো সেঞ্চুরির সৌজন্যে প্রথম ইনিংসে ২৮৪ রানে থামে অস্ট্রেলিয়া। জবাবে ইংল্যান্ড অলআউট হয় ৩৭৪ রানে। দ্বিতীয় ইনিংসে স্মিথ এবং ম্যাথু ওয়েডের সেঞ্চুরির কল্যাণে সাত উইকেটে ৪৮৭ রান করে অজিরা। ইংলিশদের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৯৮ রানের।


এদিকে ২৫তম সেঞ্চুরি তুলে নেওয়ার সময় দারুণ একটি রেকর্ডে নাম লিখিয়েছেন সাবেক অজি অধিনায়ক স্মিথ। টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম ইনিংসে ২৫তম সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন স্মিথ। এক্ষেত্রে ভারতের অধিনায়ক বিরাট কোহলির রেকর্ড ভেঙেছেন তিনি।


২৫তম টেস্ট সেঞ্চুরি পেতে কোহলি খেলেছেন ১২৭ টি ইনিংস। স্মিথ ১১৯তম ইনিংস খেলেই তাঁর এই রেকর্ডটি ভাঙলেন। এই তালিকায় সবার উপরে আছেন অজি কিংবদন্তি ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যান। তিনি ৬৮ ইনিংসেই ২৫তম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন।



এ ছাড়া অ্যাশেজ সিরিজে পঞ্চম অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হিসেবে একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব গড়েছেন স্মিথ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball