promotional_ad

চাকরি গেল দক্ষিণ আফ্রিকার কোচিং স্টাফদের

ছবিঃ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


দক্ষিণ আফ্রিকা দলের প্রধান কোচ ওটিস গিবসনসহ কোচিং স্টাফদের সবাইকে বরখাস্ত করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলের বাজে পারফর্মেন্সের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।


গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সভায় এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। সেখানেই গিবসনদের বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় তাঁরা। দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হিসেবে গিবসনের চুক্তি ছিল সেপ্টেম্বরে ভারত সফর পর্যন্ত।



promotional_ad

সেই চুক্তির মেয়াদ শেষের আগেই চাকরীচ্যুত হতে হলো প্রোটিয়া কোচকে। এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড বলেছে বলেছে, ইউরোপিয়ান ফুটবল ক্লাবগুলোর মতো টিম ম্যানেজার নিয়োগ করবে তাঁরা। যেখানে একজন টেকনিক্যাল ডিরেক্টর থাকবেন, যিনি পুরো কোচিং স্টাফদের নিয়ন্ত্রণ করবেন।


দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে বোর্ডের নতুন এই পদের দায়িত্ব পাচ্ছেন দলটির সাবেক খেলোয়াড় কোরি ভ্যান জিল। বর্তমানে তিনি বোর্ডটির পাথওয়েসের দায়িত্বে আছেন। স্থায়ী ভাবে এই পদে কাউকে নিয়োগ দেয়ার আগ পর্যন্ত এই পদের বহাল থাকবেন তিনি।


ভারত সফরে ভ্যান জিল ও সিএসএ প্রধান নির্বাহী থাবাং মোরো একটি অন্তর্বর্তীকালীন ম্যানেজমেন্ট টিম নির্বাচন করবেন। এই প্রসঙ্গে মোরো বলেছেন, ‘এই বদল দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে নতুন যুগের সূচনা করবে এবং পেশাদার ক্রিকেটে সেরা পথে নিয়ে যাবে আমাদের।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball