promotional_ad

সাকিবকে না পেলে বিপিএল বর্জনের হুমকি রংপুরের

promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে না পেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর বর্জনের হুমকি দিয়েছে রংপুর রাইডার্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন সাইকেলে বিপিএল শুরু করায় সাকিবের সঙ্গে রংপুরের চুক্তি বৈধতা পাচ্ছে না।


তবুও সাকিবকে ধরে রাখতে মরিয়া ফ্র্যাঞ্চাইজিটি। প্রতি বছর বিপিএলের গভর্নিং কাউন্সিল নতুন নতুন নিয়ম নিয়ে আসার কারণে চটেছেন রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদিক।



promotional_ad

তিনি বলেছেন, 'এটা গুরুত্বপূর্ণ নয় আমরা বিএপিএলে অংশ নেব নাকি না। আমরা প্রতি বছর ১০ থেকে ১৫ কোটি টাকা খরচ করি। প্রতি বছর তারা (বিপিএল গভর্নিং কাউন্সিল) ভিন্ন ভিন্ন আইডিয়া নিয়ে হাজির হয়। প্রয়োজনে আমরা খেলব না কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক দল রয়েছে এবং তাদের খেলার সুযোগ করে দিক।'


বিপিএলের ষষ্ঠ আসর শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এই টুর্নামেন্টের একটি চক্র শেষ হয়েছে। সপ্তম আসর শুরুর আগে প্রতিটি দলকেই নতুন করে নিবন্ধন করতে হবে। প্লেয়ার্স ড্রাফট থেকে খেলোয়াড়দের দলে নিতে হবে।


রবিবার বোর্ড সভা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মাহবুব আনাম জানান, রংপুরের সঙ্গে সাকিবের চুক্তির বিসিবির কোনো সম্পর্ক নেই। এই চুক্তি বিসিবির কাছে বৈধতা পাচ্ছে না। এমনটাই নিশ্চিত করেছেন তিনি।



এ প্রসঙ্গে মাহবুব আনাম বলেন, ‘বিসিবির সঙ্গে কোনো ফ্র্যাঞ্চাইজির চুক্তি হয়নি। তারা (রংপুর রাইডার্স) যা করেছে, সেটার সঙ্গে বিসিবি বা বিপিএল গভর্নিং কাউন্সিলের কোনো সম্পর্ক নেই। এটা স্বীকার করারও দরকার নেই আমাদের আলোচনা করারও দরকার নেই বিসিবির পক্ষ থেকে। আপনার সঙ্গে যদি এগ্রিমেন্ট না থাকে এবং তার নিয়মগুলো যদি নির্ধারিত না থাকে, আপনি যা কিছুই করেন সেটার গ্রহণযোগ্যতার কিন্তু কোনো অবস্থান নেই।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball