সাইফউদ্দিনের সমস্যা কোথায় জানে না বিসিবি

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে চিকিৎসার জন্য ইংল্যান্ড পাঠাবে বিসিবি, এ খবর পুরনো। বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন সাইফউদ্দিনের ইনজুরির সমস্যা জানতেই তাঁকে ইংল্যান্ড পাঠাচ্ছেন তাঁরা।
পেস বোলিং এই অলরাউন্ডারের পিঠের চোটের অবস্থা জানতে ইতোমধ্যে এক্স-রে এবং এমআরআই করানো হয়েছে। তবে সাইফউদ্দিনের চোটের সমস্যা নির্ণয়ের যন্ত্র বাংলাদেশের নেই। তাই তাঁকে ইংল্যান্ড পাঠানো হচ্ছে বলে জানালেন বিসিবির চিকিৎসক।
দেবাশিষ বলেছেন, 'আমরা জানতে চাইছি ওর সমস্যাটা কোথায়। যেমন একটি সমস্যা জানার জন্য আমরা এক্সরে করি, এমআরআই করি এটাও একটা পরীক্ষা। তবে এই পরীক্ষাটি আমাদের এখানে হয় না।'

আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে হঠাৎ পিঠের ইনজুরি ধরা পড়ে সাইফউদ্দিনের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাই তাঁর মাঠে নামা হয়নি।
বিশ্বকাপেও পিঠের ইনজুরি ভুগিয়েছে এই অলরাউন্ডারকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি তিনি। যা তাঁকে সমালোচনার মুখে ফেলে দেয়। যদিও পরবর্তী ম্যাচগুলোতে খেলেছেন এই অলরাউন্ডার।
ইংল্যান্ড বিশ্বকাপ থেকে ফিরে সম্পূর্ণ বিশ্রাম দেয়া হয় সাইফউদ্দিনকে। শ্রীলঙ্কা সফরে দলের সঙ্গে যেতে পারেননি তিনি। তবে সাইফউদ্দিন দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বলে বিশ্বাস দেবাশিষ চৌধুরীর।