আমি হয়তো আন্দ্রে রাসেলের মতো পারবো নাঃ সাইফউদ্দিন

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নিজেকে একজন পরিপক্ব অলরাউন্ডার হিসেবে গড়ে তুলতে চান পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সে জন্য বোলিংয়ের পাশাপাশি সময় পেলেই ব্যাটিংয়ে নিজেকে ঝালাই করে নেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেলের মতো নিজেকে গড়ে তুলতে পারবেন না জেনেও সামর্থ্যের সবটুকু দেয়ার চেষ্টা করেন সাইফউদ্দিন। বোলিংটা তাঁর মূল শক্তি হলেও, ব্যাটিং নিয়ে কাজ চালিয়ে যেতে চান এই তরুণ।

গেল কয়েকটি সিরিজ এবং বিশ্বকাপে সুযোগ পেয়ে নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিয়েছেন সাইফউদ্দিন। সব মিলিয়ে লোয়ার অর্ডারে দ্রুত রান তুলতে পারার জন্য নিজেকে প্রস্তুত করতে চাইছেন তিনি।
সাইফউদ্দিন বলেন, 'বোলিংটা হচ্ছে আমার মূল শক্তি আর ব্যাটিংটা হচ্ছে আমার বেটারমেন্ট, এটা আপনারা সবাই জানেন। বোলিংয়ের মাঝে যখনই সময় পাই তখনই ব্যাটিংটা করি।
আমি হয়তো আন্দ্রে রাসেলের মতো পারবোনা। আমি চেষ্টা করি সামর্থ্যের সবটুকু দেয়ার। ব্যাটিং নিয়ে কাজ করছি, আশা করছি দ্রুত নিজেকে আরও পারদর্শী করে তুলবো।'
ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত দুইটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন সাইফউদ্দিন। সদ্য সমাপ্ত বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৫১ রানের ইনিংস খেলে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি।