অ্যাকুরেসির সামর্থ্য বাড়াতে চান সাইফউদ্দিন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ইনজুরির কারণে সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সফরে যাওয়া হয়নি বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি।
রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে সাইফউদ্দিন জানিয়েছেন, অ্যাকুরেসিতে আরও উন্নতি করতে চান তিনি। তাহলে আত্মবিশ্বাস আরও বাড়বে বলে বিশ্বাস তাঁর।

এ প্রসঙ্গে বাংলাদেশের পেস অলরাউন্ডার বলেছেন, 'দিন দিন যত খেলবো ততই স্কিল বাড়বে। আমার যে স্কিলগুলি আছে স্লো বাউন্সার, ইয়র্কার এগুলা যদি আরেকটু ভালো করতে পারি নিজের উপর আত্মবিশ্বাস বাড়বে। এখন ৬-৭টা বল ভালো করি ১০টার মধ্যে, সেটাকে ৮-৯টাতে রূপান্তরিত করতে পারলে নিজের প্রতি আরও আত্মবিশ্বাস বাড়বে।'
বিশ্বকাপে বল হাতে অ্যাকুরেসি ঠিক রেখে দারুণ চমক দেখিয়েছেন এই পেসার। বাংলাদেশের হয়ে নিয়েছেন ১৩টি উইকেট। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও উজ্জ্বল ছিলেন তিনি। এমন অলরাউন্ড নৈপুণ্যে বেশ প্রশংসাও কুড়িয়েছেন তিনি।
পাঁচ ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৮৭ রান সংগ্রহ করেছেন সাইফউদ্দিন। ব্যাটে-বলে ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলের মতো পারফর্মেন্স না করতে পারলেও সামর্থ্যের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা আছে সাইফউদ্দিনের।
সাইফউদ্দিন বলেছেন, 'বোলিংয়ের মাঝে যখনই সময় পাই তখনই ব্যাটিংটা করি। আমি হয়তো আন্দ্রে রাসেলের মতো পারবো না। আমি চেষ্টা করি সামর্থ্যের সবটুকু দেয়ার।'