ভারতের লক্ষ্য সিরিজ জয়, ঘুরে দাঁড়াতে চায় ক্যারিবিয়ানরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়েছে সফরকারী ভারত। এবার তাদের সামনে সুযোগ রয়েছে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করার। সেই লক্ষ্যেই আজ রবিবার মাঠে নামতে যাচ্ছে বিরাট কোহলির দল।
এদিকে ভারতের লক্ষ্য সিরিজ নিশ্চিত হলেও, সিরিজে ফিরতে চায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে হতাশাজনক পারফর্মেন্সের পর ঘুরে দাঁড়াতে মরিয়া কার্লোস ব্রাথওয়েটের দল। যে কারণে নিজেদের সেরাটা দেয়ার লক্ষ্য স্থির করেছে তারা।
প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের হতাশায় ডুবিয়েছেন ব্যাটসম্যানরা। যে কারণে এই ম্যাচে তাদের কাছ থেকে বাড়তি কিছু প্রত্যাশা করছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশেষ করে দলের টপ অর্ডারের দিকে চেয়ে আছে ক্যারিবিয়ান শিবির।

ওয়েস্ট ইন্ডিজের মত ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানরাও প্রথম টি-টোয়েন্টিতে নিজেদের সেরাটা দিতে পারেননি। ৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ ব্যাটসম্যানকে হারিয়েছিল দলটি।
তাই এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মত ভারতও ব্যাটসম্যানদের কাছ বাড়তি কিছু চাইবে। বিরাট কোহলি, রোহিত শর্মা এবং শিখর ধাওয়ানের ব্যাটের দিকেই চেয়ে থাকবে দলটি।
ভারতীয় দলে এই ম্যাচে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। উইনিং কম্বিনেশন ধরে রেখেই মাঠে নামতে চাইবেন অধিনায়ক কোহলি। তবে শেষ মুহূর্তে ওয়াশিংটন সুন্দরের জায়গায় একজন বাড়তি পেসার খেলাতে পারে দলটি।
ওয়েস্ট ইন্ডিজ একাদশে দুই একটি পরিবর্তন আসতে পারে এই ম্যাচে। ব্যাটসম্যানরা আগের ম্যাচে হতাশ করায় ব্যাটিং লাইন আপে পরিবর্তন আনতে পারে ক্যারিবিয়ানরা। বোলিং বিভাগ ভালো করায় পরিবর্তন আসার সম্ভাবনা নেই।
যুক্তরাষ্ট্রের লডারহিলে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।
ভারতের সম্ভাব্য একাদশঃ রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), রিশাব পান্ত (উইকেটরক্ষক), মানিশ পান্ডে, ক্রুনাল পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, নবদিপ সাইনি, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশঃ জন ক্যাম্পবেল, এভিন লুইস, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), কাইরন পোলার্ড, শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল, কার্লোস ব্রাথওয়েট, সুনিল নারিন, শেলডন কটরেল, ওশানে থমাস, কিমো পল।