সাকিব-মাশরাফি ইস্যুতে ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
গত বুধবার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্স। বিপিএলের গত আসরে রংপুরের অধিনায়কত্ব করেছেন মাশরাফি বিন মুর্তজা।
সাকিবকে দলে নিলেও মাশরাফিকে এখনও ছেড়ে দেয়নি রংপুর। বিপিএলের নিয়ম অনুযায়ী একই দলে দুইজন ‘এ’ প্লাস ক্যাটাগরির ক্রিকেটার থাকতে পারবে না। তাই সাকিব-মাশরাফিকে নিয়ে দোটানায় পড়েছে রংপুরের ফ্র্যাঞ্চাইজি।

এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির সহ-সভাপতি মাহবুব আনাম জানিয়েছেন, আগামী সোমবার গভর্নিং কাউন্সিলের জরুরি সভা অনুষ্ঠিত হবে। সেখানেই সাকিব-মাশরাফিকে নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘সাকিব ঢাকা ছেড়ে রংপুরে চলে যাওয়ায় দুটি সমস্যা হয়েছে। এখন রংপুর রাইডার্সে দুজন আইকন, কিন্তু ঢাকা ডায়নামাইটসে কোনও আইকন নেই। এ বিষয়ে বোর্ড পরিচালক ও ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনা শেষে ৪৮ ঘণ্টার মধ্যে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো।’
বিপিএলের আগামী আসর শুরু হচ্ছে ৬ ডিসেম্বর। আসন্ন এই আসরে অংশ নিচ্ছে না ডিবিএল গ্রুপের মালিকানাধীন চিটাগং ভাইকিংস ফ্র্যাঞ্চাইজি। এই দলের জন্য নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়েও বিসিবির সাধারণ সভায় সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন মাহবুব আনাম।
তিনি বলেছেন, ‘চিটাগং ভাইকিংসের নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়েও সিদ্ধান্ত হবে।’