সুযোগ পাচ্ছেন এবাদত-রাহিরা

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
অনেক তরুণ পেসারই উঠে এসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফর্মেন্স (এইচপি) প্রোগ্রাম থেকে। জাতীয় দলে খেলা আবু জায়েদ রাহি, খালেদ আহমেদরাও এইচপির ফসল।
এই দুই ক্রিকেটার ছাড়াও প্রতিযোগীতামূলক ক্রিকেটে দারুণ বোলিং করছেন শহিদুল ইসলাম, শরিফুল ইসলামরা। ঈদের পরই ব্যস্ত সময় পার করবেন এই ক্রিকেটাররা। বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে সিরিজ খেলতে আসছে শ্রীলঙ্কা ইমার্জিং দল।

আসন্ন এই সিরিজে তিনটি ওয়ানডে এবং দুটি চারদিনের ম্যাচ খেলবে দুই দল। এই সিরিজটিতে খেলবেন রাহি-ইয়াসির আরাফাত মিশুরা। আসন্ন এই সিরিজে তাঁরা ভালো করবেন বলে আশাবাদী অস্ট্রেলিয়ান এই কোচ।
এ প্রসঙ্গে হেলমট বলেছেন, ‘এবাদত এবং খালেদ এইচপি প্রোগ্রাম থেকে এসেছে। নতুন বোলার যারা বেরিয়েছে তাদের মধ্যে অন্যতম। আমরা দেখেছি রাহি এসেছে। এই মুহূর্তে মিশু, শহিদুল, শরিফুলরা দারুণ বোলিং করছে। ঈদের পর ছেলেরা সুযোগ পাচ্ছে অনূর্ধ্ব-২৩ সিরিজে। তখন আমরা দেখতে পারবো ছেলেরা কেমন করে।’
এইচপি প্রোগ্রামের মূল লক্ষ্য বাইরে থাকা ক্রিকেটারদের জাতীয় দলের জন্য তৈরি রাখা। শ্রীলঙ্কা সিরিজে এইচপির ক্রিকেটারদের পারফর্মেন্স পর্যবেক্ষণের সুযোগ পাবেন বলে মনে করেন হেলমট।
আগামী ১৯ আগস্ট তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কা এইচপি দলের মোকাবেলা করবে বিসিবির এইচপি দল। দুই দলের দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২১ এবং ২৪ আগস্ট।
ওয়ানডে সিরিজ শেষে আগামী ২৭ আগস্ট সিরিজের প্রথম চার দিনের ম্যাচে মাঠে নামবে দুই দল। সিরিজের শেষ চারদিনের ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৩ সেপ্টেম্বর।