promotional_ad

আমরা নতুন বলের পেসার খুঁজেই পাচ্ছি নাঃ সালাহউদ্দিন

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৫ বিশ্বকাপের পর বাংলাদেশের বড় বড় সাফল্যের মূলে ছিল নতুন বলে পেসারদের উইকেট তুলে নেয়া। তবে চলতি বছর নতুন বলে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি বাংলাদেশের পেসাররা। বিশ্বকাপেও হতাশ করেছেন মাশরাফি-মুস্তাফিজরা।


দলীয় পারফর্মেন্সে উন্নতি করতে নতুন বলে উইকেট নেয়ার মতো পেসার খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সফল কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। নতুন বলে উইকেট না পেলে আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকাই কঠিন মনে করেন  সাকিব-তামিমদের শিক্ষাগুরু।



promotional_ad

তাছাড়া বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান নতুন বলে কার্যকরী নয় বলেও মনে করেন তিনি। বল একটু পুরনো হলেই তাঁর কাটার-স্লোয়ার কাজ করে। তাই নতুন বলে কার্যকরী পেসার খোঁজার পরামর্শ দিয়েছেন তিনি।


এ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেছেন, 'নতুন বলের পেসার আমরা খুঁজেই পাচ্ছি না। মুস্তাফিজ নতুন বলে কিন্তু ভালো করে না। বলটা পুরনো হলে সে একটু এফেক্টিভ হবে। আপনার নতুন বলেতো বল করতে হবে। নতুন বলে দুটো পেস বোলার না পেলে আপনার সার্ভাভাইভ করা কঠিন হয়ে যাবে। প্রত্যেকটা উইকেটে আপনি স্পিনারদের ওপর নির্ভর করতে পারবেন না।'


২০১৯ সালের শুরু থেকে এখন পর্যন্ত ওয়ানডেতে প্রথম দশ ওভারে বাংলাদেশের পেসাররা নিতে পেরেছেন কেবল ৭ উইকেট। চলতি বছর টাইগার পেসারদের স্ট্রাইক রেট ১১৩.১৪ এবং তাঁরা উইকেট প্রতি রান দিয়েছেন ১০৩ করে।



সদ্য সমাপ্ত বিশ্বকাপে বাংলাদেশের সেরা বোলার মুস্তাফিজুর রহমান। বল হাতে ২০ উইকেট নিলেও তাঁর বেশিরভাগ উইকেটই এসেছে ৩০ ওভারের পরে। শ্রীলঙ্কা সিরিজেও নতুন বলে উইকেট এনে দিতে পারেননি তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball