অস্ট্রেলিয়াকে পোড়াচ্ছেন বার্নস

ছবি: ছবিঃ ইসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে বিনা উইকেটে ১০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু ইংল্যান্ড প্রথম উইকেট হারায় দিনের ষষ্ঠ ওভারে। ২২ বলে ১০ রানে করে জেসন রয় অজি পেসার জেমস প্যাটিনসনের বলে স্লিপে স্টিভেন স্মিথের হাতে ক্যাচ তুলে দিলে প্রথম উইকেটের পতন ঘটে।
এরপর দ্বিতীয় উইকেট পেতে অজিদের অপেক্ষা করতে হয়েছে আরও প্রায় ৪৩ ওভার। দ্বিতীয় উইকেটে অজি অধিনায়ক জো রুট ওপেনার ররি বার্নসকে নিয়ে ১৩২ রানের জুটি গড়েন। ইনিংসের ২১তম ওভারে একটি নাটকীয় ঘটনাই ঘটেছে বার্মিংহামে।
জেমস প্যাটিনসনের করা বলটি রুটের ব্যাট এবং প্যাড ছাড়িয়ে অজি উইকেটরক্ষক টিম পেইনের হাতে জমা পড়েছিল। আম্পায়ারও আউট আঙুল তুলে দিয়েছিলেন কট বিহাইন্ড ঘোষণা দিয়ে।
তবে আত্মবিশ্বাসী রুট সঙ্গে সঙ্গেই রিভিউ নেন। টিভি রিপ্লেতে দেখা যায় বলটি অফ স্টাম্পের ওপরে বেল ছুঁয়ে চলে গেছে পেইনের হাতে। তবে বেল পড়নি। ফলে এ যাত্রায় বেঁচে যান রুট। এরপর পিটার সিডলের বলে ব্যক্তিগত ৫৭ রানে কট এন্ড বোল্ড হয়ে ফিরেন ইংলিশ অধিনায়ক।

দ্বিতীয় দিনের চা-বিরতির আগে আর কোনো উইকেট হারায়নি ইংল্যান্ড। ২ উইকেটে ১৭০ রান তুলে দ্বিতীয় সেশন শেষ করা ইংলিশরা উৎযাপনের উপলক্ষ্য পেয়েছে চা বিরতির পরেই। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন ইংলিশ ওপেনার বার্নস।
এরপর দ্রুত ফিরেছেন জো ডেনলি (১৮) এবং জস বাটলার (৫)। তবে পাঁচ নম্বরে নামা বেন স্টোকসকে নিয়ে দ্বিতীয় দিনের শেষটা বেশ ভালো ভাবেই পাড়ি দিয়েছেন বার্নস।
এই বাঁহাতি দিন শেষ করেছেন ১২৫ রানে অপরাজিত থেকে। স্টোকস অপরাজিত আছেন ৩৮ রান করে। মূলত বার্নসের ব্যাটে চড়েই দ্বিতীয় দিনে ১৭ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে ইংল্যান্ড।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অল আউট হয় ২৮৪ রান করে। স্টিভেন স্মিথ একাই খেলেন ১৪৪ রানের ইনিংস। ইংল্যান্ডের হয়ে ৮৬ রানে ৫ উইকেট নিয়ে সেরা বোলার স্টুয়ার্ট ব্রড।
সংক্ষিপ্ত স্কোরঃ
অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস)- ২৮৪/১০ (৮০.৪ ওভার) (স্মিথ-১১৪, সিডল-৪৪; ব্রড-৫/৮৬, ওকস-৩/৫৮)
ইংল্যান্ড (প্রথম ইনিংস)- ২৬৭/৪ (০ ওভার) (বার্নস ১২৫*, রুট ৫৭, স্টোকস৩৮*) (কামিন্স-১/৬৫, প্যাটিনসন-২/৫৪)