promotional_ad

নিজেকে সরিয়ে নিলেন রাসেল

ছবিঃ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


শনিবার ভারতের বিপক্ষে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তাঁর বদলি হিসেবে ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেয়ছেন মিডল অর্ডার ব্যাটসম্যান জেসন মোহাম্মদ।


গ্লোবাল টি-টোয়েন্টির আসর থেকেই নিজের ফিটনেস নিয়ে অস্বস্তিতে ভুগছেন রাসেল। সিরিজ থেকে তাঁর নাম বাদ দেয়ার জন্য নির্বাচকদের অনুরোধ করেছিলেন তিনি। তবে নির্বাচকরা সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি থেকে বিশ্রাম দিয়েছে তাঁকে।



promotional_ad

এর আগে, রাসেলকে নিয়েই ১৪ সদস্যের দল ঘোষণা করেছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। সিরিজ শুরুর আগে ফিটনেস পরীক্ষাতেও পাশ করেছিলেন এই অলরাউন্ডার। তবে সিরিজ শুরুর একেবারে আগ মুহূর্তে নিজেকে সরিয়ে নিলেন রাসেল।


ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ ফ্লয়েড রেইফার জানিয়েছেন, জেসনের অনেক অভিজ্ঞতা আছে এবং ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলেছেন তিনি। তাই এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে নিয়ে আশাবাদী তাঁরা।


রেইফারের ভাষ্যমতে, 'জেসন মোহাম্মদকে স্বাগত জানাচ্ছি স্কোয়াডে ফ্লোরিডাতে অনুষ্ঠিত সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টির জন্য। তিন ফরম্যাটেই সে অভিজ্ঞ এবং দারুণ খেলেছে ত্রিনিদাদ এন্ড টোবাগোর হয়ে। তাছাড়া গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়েও দারুণ খেলেছে সে।'



রাসেলের জায়গা পূরণ করতে না পারলেও ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেসন ভালো করবেন বলে বিশ্বাস ক্যারিবীয় কোচের। তাঁর পারফর্মেন্স দলকে জেতাতে সাহায্য করবে বলেও মনে করেন তিনি।


এই প্রসঙ্গে রেইফার বলেছেন, 'রাসেলের মতো একজনের জায়গা পূরণ করা কঠিন যে আগ্রাসী টি-টোয়েন্টি খেলে থাকে বিশ্ব জুড়ে এবং ওয়েস্ট ইন্ডিজের দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী সে। বিশ্বাস রাখি জেসন ভালো পারফর্মেন্স করার সামর্থ্য রাখে এবং দলকে জেতাতে সাহায্য করবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball