promotional_ad

অভিষেকের অপেক্ষায় সাইনি, মাঠে ফিরছেন ধাওয়ান

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে শনিবার। ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।


ওয়ানডে কিংবা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের থেকে ভারত অনেকটা এগিয়ে থাকলেও টি-টোয়েন্টি ফরম্যাটে কোহলিদের চেয়ে শক্তিধর ক্যারিবীয়রা। তাই এই সিরিজে মানসিক ভাবে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে জেসন হোল্ডারের দল।


ভারত এখন পর্যন্ত তিনবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। এর মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে কোহলিরা। বাকি দুটি সিরিজ জিতেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।


বিশ্বকাপ শেষে দুই সপ্তাহের বিরতি দিয়ে এই ম্যাচ দিয়েই মাঠে ফিরছে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত। বিশ্বকাপের গ্রুপ পর্বে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল ভারত। সেমিতে নিউজিল্যান্ডের বিপক্ষেও ফেভারিট মানা হচ্ছিল কোহলিদেরই।


promotional_ad

শেষ পর্যন্ত কিউইদের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় ভারতের। ৯ ম্যাচের মাত্র দুটি জয় নিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাদ পরে যায় ওয়েস্ট ইন্ডিজ। এবার ফরম্যাট ভিন্ন হলেও দুই দলেরই ঘুরে দাঁড়ানোর লড়াই এটি।


ফ্লোরিডার রিজিওনাল পার্ক স্টেডিয়ামে এর আগেও খেলেছে ভারত। তিন বছর আগে এই মাঠেই ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল ভারত ৷ ওই ম্যাচে মাত্র ১ রানে জয় পেয়েছিল কোহলিরা। ওয়েস্ট ইন্ডিজ এই মাঠে প্রায়ই খেলে থাকে।


২০১৮ সালের আগস্টে এই মাঠেই বাংলাদেশের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল ক্যারিবীয়রা। এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য বেশ চমক দিয়েই স্কোয়াড ঘোষণা করেছিল ভারত।


ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে পেসার জাসপ্রিত বুমরাহকে। সীমিত ওভারের ক্রিকেটে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তরুণ পেসার নবদ্বীপ সাইনি।


সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই তাঁর অভিষেক হতে পারে। জসপ্রিত বুমরাহ না থাকায় কোহলিদের তুরুপের তাস হতে পারেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই পেসার। একাদশে ফিরতে পারেন বিশ্বকাপের মাঝপথে ইনজুরিতে পড়া ওপেনার শিখর ধাওয়ান। 


ভারতের বিপক্ষে এই ম্যাচ দিয়ে ২০১৬ সালের পর প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে টি-টোয়েন্টি খেলবেন অলরাউন্ডার সুনীল নারিন। তাছাড়া একাদশে ফিরতে পারেন কাইরন পোলার্ডও।


ভারত একাদশ (সম্ভাব্য): বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, মনিষ পান্ডে, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ক্রুনাল পান্ডিয়া, রাহুল চাহার, খলিল আহমেদ, দীপক চাহার, নবদ্বীপ সাইনি।


ওয়েস্ট ইন্ডিজ (একাদশ): কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, শেলডন কটরেল, শিমরন হ্যাটমায়ার, এভিন লুইস, সুনীল নারিন, কাইরন পোলার্ড, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, ওশানে থমাস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball