promotional_ad

নিরপেক্ষ আম্পায়ারিং বাতিলের দাবি পন্টিংয়ের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অ্যাশেজ সিরিজের প্রথম দিনই ৭টি ভুল সিদ্ধান্ত দিয়েছেন দুই আম্পায়ার আলিম দার এবং জোয়েল উইলসন। আম্পায়ারদের এই ভুল চোখে পড়েছে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের। আম্পায়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। 


আন্তর্জাতিক ক্রিকেটে নিরপেক্ষ আম্পায়ার দিয়ে ম্যাচ পরিচালনার সিদ্ধান্তটা আইসিসিকে পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক।



promotional_ad

পন্টিং বলেছেন, ‘আমি মনে করি, খেলাটা এত দূর চলে এসেছে যে খেলার স্বার্থেই আর নিরপেক্ষ আম্পায়ারের দরকার নেই। খেলোয়াড়দের মধ্যে এ নিয়ে অনেক কথা হয়েছে। এমসিসির আগামী বৈঠকে আলোচ্য সূচিতে বিষয়টি না থাকলে আমি তা রাখার ব্যবস্থা করব।’


এমসিসির ইনফ্লুয়েনশিয়াল ক্রিকেট কমিটির সদস্য হিসেবে দায়িত্বরত পন্টিং। এই বিষয়টি এমসিসির আলোচ্য সূচিতে  না থাকলে তিনি নিজেই এই বিষয়টি আলোচনায় তোলার ব্যবস্থা করবেন বলে জানান।


২০০২ সালে আইসিসি আন্তর্জাতিক ক্রিকেটে নিরপেক্ষ আম্পায়ারিং প্রথা চালু করে। এরপর থেকেই আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত ছিল চোখে পড়ার মতো। বিশ্ব ক্রিকেটে বেশির ভাগ সেরা আম্পায়ারই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার।



আইসিসির এই নিয়মের কারণে ভালো আম্পায়াররা দ্রুত অবসর নিচ্ছেন বলেও দাবি পন্টিংয়ের, 'সেরা আম্পায়াররা এই কারণে বড় টুর্নামেন্টগুলো মিস করছেন। এটা আম্পারদের দ্রুত অবসর নিতে বাধ্য করছে।'


কিন্তু আইসিসির নিয়মের জন্য অ্যাশেজে তাঁদের দেখা যাচ্ছে না। তাই আইসিসির এই নিয়মের সমালোচনা করেছেন পন্টিং। নিরপেক্ষ আম্পায়ারিং বাতিলের দাবিও তুলেছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball