বাংলাদেশকে দিয়ে নতুন যাত্রা শুরু শ্রীলঙ্কার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঘরের মাঠে সফরকারী বাংলাদেশকে পাত্তাই দেয়নি শ্রীলঙ্কা। সফরকারীদের হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়ে ৪৪ মাস পর ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে দিমুথ করুনারত্নের দল। এই সিরিজ জয় দিয়ে নতুন যাত্রা শুরু হয়েছে লঙ্কান ক্রিকেটের বলে মনে করছেন অধিনায়ক করুনারত্নে।
২০২৩ বিশ্বকাপের জন্য এখন থেকেই সব পরিকল্পনা শুরু করেছে শ্রীলঙ্কা। ইংল্যান্ড বিশ্বকাপের হতাশা ভুলে সামনের সিরিজগুলোতে নজর দিতে মরিয়া এখন লঙ্কানরা।

আগামী বিশ্বকাপের জন্য সেরা ১৫জন খেলোয়াড়কে আগেভাগেই তৈরি করতে চায় ১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। বাংলাদেশকে লজ্জায় ডুবানোর পর এবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য নিজেদেরকে প্রস্তুত করছে তাঁরা।
করুনারত্নে বলেন, 'হ্যাঁ এই সিরিজ দিয়েই আমরা নতুন করে যাত্রা শুরু করেছি। বিশ্বকাপের ব্যর্থতা ভুলে এখনই সময় সব নতুন করে শুরু করার। আমাদেরকে নতুন ট্যালেন্ট খুঁজে বের করতে হবে।
ঘরের মাঠে এবং বাইরে আমাদের অনেক সিরিজ রয়েছে, অনেক সুযোগ আমাদের। আমরা আগামী বিশ্বকাপের জন্য সেরা ১৫জনকে আগেই তৈরি করতে চাই। আমরা দীর্ঘ সময় ধরে চাচ্ছিলাম এটা সিরিজ জিততে, যেটা এই সিরিজ দিয়ে হয়েছে।
আমাদের এই জয় উজ্জাপন করা উচিত। সামনে আমাদের আরও কঠিন পথ রয়েছে, নিউজিল্যান্ড আসছে। সেখানে মনোযোগী হতে হবে। দ্রুত আমরা সেই সিরিজের জন্য নিজেদের তৈরি করতে শুরু করবো।'
চলতি মাসের ১৪ তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে শ্রীলঙ্কা। এই সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ২২ আগস্ট। এই সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করছে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড।