promotional_ad

বাড়তি নিরাপত্তাই কাল হয়েছে বাংলাদেশের!

ছবিঃ এসএলসি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


চলতি বছরের এপ্রিলে সন্ত্রাসী হামলার পর বাংলাদেশের শ্রীলঙ্কা সফর নিয়েই শঙ্কা তৈরি হয়েছিল। তবে শ্রীলঙ্কা 'পর্যাপ্ত' নিরাপত্তার আশ্বাসে শেষ পর্যন্ত শ্রীলঙ্কা সফরে যায় বাংলাদেশ দল। তবে বাড়তি এই নিরাপত্তাই কাল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য।


টাইগার ওপেনার সৌম্য সরকার মনে করেন নিরাপত্তা জনিত কারণে পর্যাপ্ত অনুশীলন করা হয়নি তাঁদের। তাই নিজেদের ভুল ত্রুটি নিয়ে হোটেল রুমেই একে অন্যের সঙ্গে আলোচনা করেছেন তাঁরা। 



promotional_ad

এই প্রসঙ্গে সৌম্য বলেন, 'ভুলগুলো অনুশীলনের কারণে হয়েছে।.যারা আগের দুই ম্যাচে রান করেনি, আমি যেমন করিনি, তাদের দেখেছি তারা অনেক চেষ্টা করছে। ফ্ল্যাট পিচ বলেন, রুমের মধ্যে এগুলো নিয়ে কথা হয়েছে। আর এই সিরিজটিতে আমরা বাইরেও যেতে পারিনি নিরাপত্তার কারণে।'


সিরিজ শুরুর আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়ে দিয়েছিল সবগুলো ম্যাচই নির্দিষ্ট একটি ভেন্যুতে আয়োজন করতে হবে। সেই শর্ত মেনেই তিন ম্যাচ সিরিজের সবগুলো ম্যাচ আয়োজন করা হয় কলম্বোর আর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে।


নিরাপত্তার কারণে বাংলাদেশ দলের সব কিছুতেই ছিল বাড়তি সতর্কতা। এর ফলে অনুশীলন সুবিধাও ছিল সীমিত। নিরাপত্তা ইস্যুটি বাড়তি গুরুত্ব পাওয়ায় ক্রিকেটারদের মনঃসংযোগেও ব্যাঘাত ঘটেছে।



তবে বাইরে যেতে না পারলেও ভুল ত্রুটি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছেন বলে জানালেন সৌম্য। কিভাবে নিজেদের ভুলগুলো শুধরে রানের ধারায় ফেরা যায় এটাই তাঁদের আলোচনার কেন্দ্রে ছিল। 


সৌম্যর ভাষ্যমতে, 'সবসময় এক সঙ্গে বসা ছিলাম এবং আমরা সবসময় খেলা নিয়ে আলোচনা করেছি যে কি ভুল হচ্ছে এবং এখান থেকে কিভাবে আমরা কামব্যাক করতে পারবো। বা কি করা উচিত, এগুলো নিয়েই বেশি আলাপ হয়েছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball