তিন বিভাগেই আমরা ব্যর্থ হয়েছিঃ সৌম্য

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
শ্রীলঙ্কান বিপক্ষে তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে প্রতিটি ম্যাচেই ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং তিন বিভাগেই ব্যর্থ হয়েছে বাংলাদেশ। টাইগার ওপেনার সৌম্য সরকার মনে করেন তিন বিভাগে ব্যর্থ হওয়ার কারণেই সিরিজ হারতে হয়েছে তাঁদের।
হারের পেছনে বিশেষ করে টপ অর্ডার ব্যাটসম্যানদের দায় দেখছেন সৌম্য। বাঁহাতি এই ওপেনার মনে করেন উপরের সারির চার-পাঁচজন ব্যাটসম্যান রানের মধ্যে থাকলেই ম্যাচের চিত্র ভিন্ন হতো।

এই প্রসঙ্গে সৌম্য বলেন, 'আমি মনে করি আমরা তিন বিভাগেই ব্যর্থ হয়েছি এটাই কারণ। বিশেষ করে টপ অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছে। যদি উপরের সারির চার অথবা পাঁচজন ব্যাটসম্যান রান পেতো তবে ভিন্ন ম্যাচ হতো।'
সবাই একসঙ্গে খারাপ খেলার কারণে দল ব্যর্থ হয়েছে বলে ধারণা সৌম্যর। নিজেদের পারফর্মেন্স নিয়ে দুর্ভাবনাই শ্রীলঙ্কা সিরিজে কাল হয়েছে বলে মনে করেন বাংলাদেশের এই ওপেনার।
'সবাই মিলে একত্রে খারাপ খেলার কারণে আজকে এই পরিস্থিতি। হয়তো সবাই এই বিষয়টি নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল। আমার কাছে মনে হয়েছে যে বেশি চিন্তার কারণে অনেক সময় হয়তো রেজাল্ট পরে আসে না।'