ক্রিকেট থেকে বিরতি নিচ্ছেন তামিম!

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপ থেকেই ফর্মে নেই তামিম ইকবাল। শ্রীলঙ্কা সফরেও ব্যাট হাতে সফল হতে পারেননি বাঁহাতি এই ওপেনার। লঙ্কানদের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার পর নিজের হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে ক্রিকেট থেকে কিছুদিনের বিরতির ইঙ্গিত দিয়েছেন তামিম।


শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডেতেই তামিমের আউট দৃষ্টিকটু ছিল। প্রথম ওয়ানডেতে বোল্ড হওয়ার আগে মালিঙ্গার ইয়র্কার সামলাতে গিয়ে পড়ে যান তামিম। দ্বিতীয় ম্যাচে ইসুরু উদানার বলে ইনসাইডএজ হয়ে বোল্ড। তৃতীয় ম্যাচে কাসুন রাজিথার বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন বাংলাদেশ ওপেনার। বাজে সময় যাচ্ছে বলে তামিম নিজেই মনে করছেন ক্রিকেট থেকে একটা সাময়িক বিরতি দরকার।


promotional_ad

এ প্রসঙ্গে তামিম বলেন, ‘বিশ্বকাপ থেকেই আমি নিজেকে নিজে ডুবিয়েছি। আমি চেষ্টা করেছি কিন্তু যথেষ্ঠ নয়। সম্ভবত আমার কিছু সময় নেয়া উচিত খেলার বাইরে এবং আত্মবিশ্বাস নিয়ে ফিরে আসা উচিৎ।’


সর্বশেষ সাত ওয়ানডেতে তামিমের সংগ্রহ মাত্র ১১৪ রান। লঙ্কানদের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচের আগে টানা ছয় ম্যাচে বোল্ড হয়ে ফিরেছেন এই ওপেনার। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে তামিমই সর্বোচ্চ ৩১ ওয়ানডেতে বোল্ড হয়ে আউট হয়েছেন।


প্রায় প্রতি ম্যাচেই দলকে ভালো শুরু এনে দিতে ব্যর্থ হয়েছেন তামিম। এর মাশুল দিতে হচ্ছে দলকেও। এই বাজে সময় থেকে বেরিয়ে আসার জন্য হাঁসফাঁস করছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ওপেনার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball