promotional_ad

মাশরাফিকে ছাড়িয়ে গেলেন মুশফিক

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


মাশরাফি বিন মূর্তজাকে টপকে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড দখলে নিয়েছেন মুশফিকুর রহিম। বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মাঠে নেমেই এই মাইলফলকে নাম লেখান উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।


বাংলাদেশের জার্সিতে ২১৫টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছেন মাশরাফি। এই ম্যাচের মধ্যদিয়ে মুশফিকের নামের পাশে এখন ২১৬টি ম্যাচ রয়েছে। ২০০৬ সালের ৬ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ওয়ানডে অভিষেক হয় মুশফিকের।



promotional_ad

একই ম্যাচে অভিষেক হয় অলরাউন্ডার সাকিব আল হাসানের। সেই সময় স্পেশালিষ্ট ব্যাটসম্যান হিসেবেই দলে জায়গা পেয়েছিলেন মুশফিক। উইকেটরক্ষক হিসেবে খালেদ মাসুদ পাইলট থাকায় ক্যারিয়ারের শুরুর দিকে শুধু ব্যাটসম্যান হিসেবেই অনেক ম্যাচে খেলতে হয়েছে তাঁকে।


এরপর পাইলটের অবসর নিলে বাংলাদেশের মূল উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মুশফিক। উইকেটের পেছনে দারুণ দক্ষতায় দেশের সর্বকালের সেরা উইকেটরক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।


শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজেই আরেকটি মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক। সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যারিয়ারে ২০০তম ইনিংসে ব্যাট করেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। এবার দেশের জার্সি গায়ে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড নিজের করে নিয়েছেন।



বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকায় মাশরাফি-মুশফিকের পরেই আছেন সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডার খেলেছেন ২০৬ ম্যাচ, চারে থাকা তামিম ইকবাল খেলছেন (শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ম্যাচসহ) ২০৪তম ম্যাচে আর পাঁচে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের ম্যাচ সংখ্যা ১৮৫ (শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ম্যাচসহ)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball