মাশরাফিকে ছাড়িয়ে গেলেন মুশফিক

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
মাশরাফি বিন মূর্তজাকে টপকে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড দখলে নিয়েছেন মুশফিকুর রহিম। বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মাঠে নেমেই এই মাইলফলকে নাম লেখান উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।
বাংলাদেশের জার্সিতে ২১৫টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছেন মাশরাফি। এই ম্যাচের মধ্যদিয়ে মুশফিকের নামের পাশে এখন ২১৬টি ম্যাচ রয়েছে। ২০০৬ সালের ৬ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ওয়ানডে অভিষেক হয় মুশফিকের।

একই ম্যাচে অভিষেক হয় অলরাউন্ডার সাকিব আল হাসানের। সেই সময় স্পেশালিষ্ট ব্যাটসম্যান হিসেবেই দলে জায়গা পেয়েছিলেন মুশফিক। উইকেটরক্ষক হিসেবে খালেদ মাসুদ পাইলট থাকায় ক্যারিয়ারের শুরুর দিকে শুধু ব্যাটসম্যান হিসেবেই অনেক ম্যাচে খেলতে হয়েছে তাঁকে।
এরপর পাইলটের অবসর নিলে বাংলাদেশের মূল উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মুশফিক। উইকেটের পেছনে দারুণ দক্ষতায় দেশের সর্বকালের সেরা উইকেটরক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজেই আরেকটি মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক। সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যারিয়ারে ২০০তম ইনিংসে ব্যাট করেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। এবার দেশের জার্সি গায়ে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড নিজের করে নিয়েছেন।
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকায় মাশরাফি-মুশফিকের পরেই আছেন সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডার খেলেছেন ২০৬ ম্যাচ, চারে থাকা তামিম ইকবাল খেলছেন (শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ম্যাচসহ) ২০৪তম ম্যাচে আর পাঁচে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের ম্যাচ সংখ্যা ১৮৫ (শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ম্যাচসহ)।