promotional_ad

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে তামিমরা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


শ্রীলঙ্কা সফরে কোনো ম্যাচেই দাপট দেখাতে পারেনি বাংলাদেশ। এমনকি স্বাগতিকদের বিপক্ষে নূন্যতম প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেনি তামিম ইকবালের দল। প্রথম দুই ওয়ানডেতে হেরে সিরিজ হাতছাড়া হওয়ার পর এবার হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কায় বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়াতেই বুধবার মাঠে নামবেন তামিম-মুশফিকরা।


শেষ ম্যাচটি জিতে আত্মবিশ্বাস খোঁজার মিশনেও থাকবে টাইগাররা। বুধবার কলম্বোর আর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়।


বিশ্বকাপ ব্যর্থতার পর শ্রীলঙ্কা সিরিজটি ছিল বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর মঞ্চ। তবে সেই লক্ষ্য পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছে দলটি। আর বাংলাদেশকে হারিয়ে ঘরের মাঠে ৪৪ মাস পর সিরিজ জয়ের স্বাদ পেয়েছে শ্রীলঙ্কা।


প্রথম দুই ওয়ানডেতে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং; তিন বিভাগেই ব্যর্থ হয়েছে বাংলাদেশ। বিশেষ করে ব্যাটসম্যানরা কোনো ম্যাচেই দলকে ভালো শুরু এনে দিতে পারেননি। টপ অর্ডারে তামিম, সৌম্য, মিঠুনদের ব্যর্থতার চাপ মিডল অর্ডারে এসে পড়েছে।


মুশফিকুর রহিম ছাড়া আর কেউ সেই চাপ সামাল দিয়ে বড় ইনিংস খেলতে পারছেন না। ফলে নিয়মিত বিরতিতে উইকেট যাচ্ছে বাংলাদেশের। শেষ পর্যন্ত এর মাশুল দিতে হচ্ছে বড় ব্যবধানের হার মেনে নিয়ে। একটি জয়ে দলের চেহারা বদলে যেতে পারে। ফিরে আসতে পারে ছন্দ। তাই জয়ের খোঁজে হন্যে হয়েই বুধবার মাঠে নামবে বাংলাদেশ।



promotional_ad

চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। ৫ মাসের মাথায় আবারও একই দুঃস্মৃতি তাড়া করছে বাংলাদেশকে। তবে লঙ্কানদের জন্য এই ম্যাচটি তেমন চাপের নয়। ফলে এই ম্যাচে দ্বিতীয় সারির দল খেলাতেও দ্বিধা করবে না তারা। এমনই ইঙ্গিত পাওয়া গেছে লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নের কথায়।


তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা জানি, এ জন্যই আমরা ৩-০ তে সিরিজটা জিততে চাই। একই সঙ্গে আমরা চাই নতুনদের সুযোগ দিতে। আমরা সবাই বসবো, কালকের ম্যাচের জন্য কোচ, নির্বাচক সবাই মিলেই দলের কম্বিনেশন ঠিক করব। তবে কয়েকজন তরুণকে অবশ্যই সুযোগ দিতে চাই আমি।’


লঙ্কানরা তরুণদের দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করানোর পরিকল্পনা করলেও বাংলাদেশের সামনে সেই সুযোগ নেই। অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, নিজেদের আত্মতৃপ্তির জন্য হলেও শেষ ম্যাচটি জিততে চান তাঁরা। নিজেদের প্রমাণের লক্ষ্যে শেষ ম্যাচে জয়ের বিকল্প ভাবছেন না তিনি।


তামিমের ভাষ্যমতে, ‘হয়তো এই সিরিজে আমরা হেরে গিয়েছি। তাই ৩-০ বা ২-১ এটাই পার্থক্য হবে যে আমরা নিজেদের অন্তত একটু প্রমাণ করতে পারি। অবশ্যই আমরা প্রথম দুই ম্যাচে যেভাবে চিন্তা করেছিলাম সেভাবে খেলতে পারিনি। তবে আমরা যদি এই ম্যাচটি জিততে পারি ভালো ক্রিকেট খেলে, নিজেদের আত্মতৃপ্তির জন্য হলেও এটা গুরুত্বপূর্ণ।’


এই ম্যাচে র‍্যাঙ্কিংয়ের বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে তামিম-মুশফিকদের। বর্তমানে ৯০ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে রয়েছে বাংলাদেশ। আর ৭৯ পয়েন্ট নিয়ে আটে শ্রীলঙ্কা। সিরিজ শুরুর আগে লঙ্কানদের চেয়ে ১৩ পয়েন্টে এগিয়েছিল বাংলাদেশ।


কিন্তু শেষ ম্যাচে হেরে বাংলাদেশ হোয়াইটওয়াশ হলে ব্যবধান নেমে আসবে চারে। পরের সিরিজেই বাংলাদেশকে টপকে সাতে যাওয়ার সুযোগ পাবে শ্রীলঙ্কা। বাংলাদেশ শেষ ম্যাচ জিতলে ব্যবধান দাঁড়াবে ৮ পয়েন্টের। ফলে শেষ ম্যাচটিও সমান গুরুত্বপূর্ণ লঙ্কানদের কাছে।



এই ম্যাচে দুই দলই বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে। ওপেনিং জুটিতে পরিবর্তন না হলেও ওয়ান ডাউনে মোহাম্মদ মিঠুনের বদলি হিসেবে দেখা যেতে পারে উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়কে। আর বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের জায়গায় খেলতে পারেন পেসার রুবেল হোসেন।


বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন/এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম (উইকটেরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলাম/রুবেল হোসেন।


শ্রীলঙ্কা একাদশ (সম্ভাব্য): দিমুথ করুণারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা (উইকেটরক্ষক), আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, লাহিরু থিরিমান্নে, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, নুয়ান প্রদীপ ও লাহিরু কুমারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball