আমার দুঃসময় শেষ হবেঃ তামিম

ছবি: সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
৩৬, ২২, ৮, ৩৭, ০, ১৯- এগুলো কেবলই সংখ্যা নয়। এগুলো বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবালের সর্বশেষ ৬ ওয়ানডে ম্যাচের ইনিংস। সর্বশেষ দুটি ইনিংস চলমান শ্রীলঙ্কা সিরিজের।
অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কায় যাওয়া তামিমের দুঃসময় কবে শেষ হবে, এটাই এখন বাংলাদেশ দলের সবচেয়ে বড় চিন্তা। তবে ধারাবাহিকভাবে হতাশা উপহার দেয়া তামিম ইতিবাচক থাকাই শ্রেয় মনে করছেন। তাঁর বিশ্বাস দ্রুতই দুঃসময় কাটিয়ে উঠতে পারবেন তিনি।

তামিমের জন্য এই অভিজ্ঞতা অবশ্য নতুন নয়। ২০১১ সালে জিম্বাবুয়ে সফরের পর জাতীয় দলের সহ-অধিনায়কত্ব হারান তিনি। এরপর ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে জ্বলে উঠতে ব্যর্থ হওয়ায় ২০১২ এশিয়া কাপের দল থেকে তাঁকে বাদ দেয়ার কথা ওঠে। যদিও পরবর্তীতে নির্বাচকরা তাকে দলে রাখেন।
আর সেই ফেরাটা রাজকীয়ভাবেই হয় দেশ সেরা এই ওপেনারের। সেই এশিয়া কাপে টানা চারটি ম্যাচে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে সমালোচকদের মুখে কুলুপ এঁটে দেন তিনি। দুঃসময় কাটিয়ে এবারও ঘুরে দাঁড়াতে মরিয়া তামিম।
তামিম বলেন, ‘একটা জিনিস আমি সব সময় বলে আসছি যে, আমি ভালো খেলে যাওয়ার চেষ্টা করতে পারি। তবে কিছু এমন সময় আসে যখন আপনার নিয়ন্ত্রণে কিছু থাকে না। আমি একটা জিনিস সব সময় বিশ্বাস করি যে, এটি সব সময় থাকবে না। এটা শেষ হবে এবং আমি রান করা শুরু করবো।’
নিজের প্রতি বিশ্বাস রাখতে পারলেই ঘুরে দাঁড়াতে সক্ষম হবেন বলে বিশ্বাস করেন তামিম, ‘আমি এই প্রথম এটি দেখছি না। এর আগেও এই অভিজ্ঞতা হয়েছে আমার। আমাকে শুধুমাত্র নিজের প্রতি বিশ্বাস করতে হবে যে, আমি ঘুরে দাঁড়াতে পারবো। আমি যদি এই বিশ্বাসই না রাখি, তাহলে এটি আরো কঠিন হবে আমার জন্য।’