promotional_ad

খেলোয়াড়দের দায় কেন কোচের ওপর?

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


দলের ব্যর্থতার জন্য কোচের ওপর দায় চাপানোতে আপত্তি বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবালের। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে মাঠে নামার আগে তিনি জানিয়েছেন, কোচ তাঁর সর্বোচ্চটা চেষ্টা করছেন।


বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার কারণে প্রধান কোচ স্টিভ রোডসের সঙ্গে সমঝোতার মাধ্যমে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা সফরে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন খালেদ মাহমুদ সুজন। সিরিজের প্রথম দুই ওয়ানডে হারের পর স্বাভাবিকভাবেই তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠেছে। কিন্তু কোচকে সমালোচনার বিষয়বস্তুতে পরিণত করাটা ভালোভাবে নিচ্ছেন না তামিম।



promotional_ad

এ প্রসঙ্গে তামিম বলেন, ‘এমন কিছু নয়, আমাদের বর্তমান যে কোচ আছেন তিনি আসলেই তাঁর সেরা চেষ্টা করেছেন। তিনি গতানুগতিকের বাইরেও অনেক কিছু করার চেষ্টা করেছেন। সাফল্য পেতে যা যা সম্ভব সবই করেছেন। যখন আমরা ভালো খেলছি না, তখন তার দায় কোচের ওপর দেওয়া ঠিক না।’


শ্রীলঙ্কার বিপক্ষে চলতি এই সিরিজের জন্য খেলোয়াড়দের সব রকম সুবিধা দিয়ে তাদের প্রস্তুত করার চেষ্টা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কোচ সুজন, এমনটাই জানিয়েছেন তামিম। তাই কোচকে দায় দেয়ার কোনো মানে খুঁজে পাচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক।


‘আমরা যখন ভালো করছি না, তখন কোচকে দায় দেওয়ার মানে হয় না। আমার ধারণা কোচ তার সেরাটাই দিয়েছেন। আমাদের জন্য সেরা ফ্যাসিলিটিজের ব্যবস্থা করেছেন। সব খেলোয়াড়কে প্রস্তুত হওয়ার সবটুকু সুযোগই তিনি দিয়েছেন। সর্বোচ্চই দিয়েছেন, সম্ভাব্য সেরাটুকুই।’



এই সমালোচনা থেকে কোচকে মুক্তি দিতে সিরিজের শেষ ম্যাচে নিজেদের কাজটা ঠিকভাবে করার দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছেন তামিম, ‘তাঁকে দায় দেওয়া ঠিক হবে না। বরং যে ১১জন আমরা মাঠে ছিলাম তারা নিজেদের কাজটা করতে পারিনি বলেই হেরেছি।’
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball