দল খারাপ খেললে বিশ্বমানের খেলোয়াড় মূল্যহীনঃ তামিম

ছবি: ছবিঃ সংগৃহীত

শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ দলে নেই সাকিব আল হাসান। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই বিশ্বসেরা এই অলরাউন্ডারের সার্ভিসের অভাব বোধ করছে বাংলাদেশ। যার প্রভাব পড়েছে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে। শ্রীলঙ্কার মাটিতে ইতোমধ্যে সিরিজ হেরে বসেছে বাংলাদেশ।
অধিনায়ক তামিম ইকবাল মনে করছেন, দল খারাপ খেললে বিশ্বমানে খেলোয়াড়রা দলে থাকলেও লাভ হয় না। চলমান সিরিজে হোয়াইটওয়াশের শঙ্কায় রয়েছে বাংলাদেশ দল। ২-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে থাকা টাইগাররা শেষ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে চায়।
শেষটা ইতিবাচকভাবে শেষ করার ব্যাপারে আশাবাদী অধিনায়ক তামিম। সিরিজের প্রথম দুই ম্যাচেই হতাশায় ডুবিয়েছেন দলের খেলোয়াড়রা। তারপরও অধিনায়ক হিসেবে খেলোয়াড়দের পাশে দাঁড়াচ্ছেন তামিম। স্কোয়াডের সকলের ওপরে আস্থা রেখে শেষ ম্যাচে ভালো কিছুর আশা করছেন বাংলাদেশ দলপতি।

তামিম বলেন, ‘আবারও আমরা সেই পুরনো বিষয়েই ফিরে যাচ্ছি। হ্যাঁ, অবশ্যই আমাদের অনেক খেলোয়াড় এই সিরিজে দলে নেই। কিন্তু আমি সেই বিষয়ে আর ফিরে যেতে চাচ্ছি না। প্রথম সংবাদ সম্মেলন থেকে আজ পর্যন্ত। আমাদের যদি সুযোগ থাকতো তাদের দলে রাখার, তাহলে এই মুহূর্তে আমরা ভিন্ন দল হতাম। কিন্তু এখন স্কোয়াডে যারা আছে আমি অধিনায়ক হিসেবে ওদের পাশে দাঁড়াচ্ছি।
আমার বিশ্বাস আছে ওদের ওপর। আমাদেরকে এখন শুধু ভালো ক্রিকেট খেলতে হবে, যেটা আমরা এখন পর্যন্ত খেলতে পারিনি। আর যদি দল ভালো না খেলে তাহলে বিশ্বের সেরা খেলোয়াড়রা দলে থাকলেও ফলাফল একই হতো। তাই আমাদের এখন যারা আছে তাঁদের নিয়েই ভালো খেলতে হবে, নিজেদের সেরাটা দিতে হবে। আমার সম্পূর্ণ আস্থা আছে ওদের ওপর।’
শ্রীলঙ্কার বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে বুধবার সিরিজের শেষ ম্যাচে মাঠে নামছে তামিম ইকবালের দল। বাংলাদেশ সময় বিকেল তিনটায় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে নামবে টাইগাররা।