আমরা শুধু নিজেদেরকেই দোষ দিতে পারিঃ তামিম

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডে হেরে ইতোমধ্যে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচ হারলে হোয়াইট ওয়াশের লজ্জায় পড়তে হবে তামিম ইকবালের দলকে। এমন বাজে পারফর্মেন্সের জন্য নিজেদেরকেই দোষারোপ করছেন বাংলাদেশের অধিনায়ক তামিম।
তিনি মনে করেন, বাংলাদেশ যে প্রত্যাশা নিয়ে শ্রীলঙ্কা সফরে এসেছিল এর ছিটেফোঁটাও পূরণ হয়নি। দলের কেউই নিজেদের সামর্থ্য প্রমাণ করতে পারেননি। তাই নিজেদের দোষারোপ করা ছাড়া বিকল্প কিছু দেখছেন না তামিম।

এই প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, 'আমরা অনেক প্রত্যাশা নিয়ে এই সফরে এসেছিলাম। আমরা দল হিসেবে নিজেদের হতাশ করেছি। আমি মনে করি আমরা নিজের সামর্থ্য প্রমাণ করতে পারিনি এবং আমরা শুধু নিজেদেরকেই দোষারোপ করতে পারি।'
তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিংয়ে শ্রীলঙ্কার ধারে কাছেও যেতে পারেনি বাংলাদেশ। এই বিষয়টি অস্বীকার করছেন না বাংলাদেশ অধিনায়কও। তামিমের মতে প্রথম দুই ওয়ানডেতেই দল হিসেবে বাংলাদেশের চেয়ে ভালো খেলেছে শ্রীলঙ্কা।
তামিমের ভাষ্যমতে, 'শ্রীলঙ্কা আসলেই ভালো ক্রিকেট খেলেছে। তারা শেষ দুই ওয়ানডেতে দল হিসেবে আমাদের চেয়ে ভালো খেলেছে। তাই আমি বলবো আমরা শুধু নিজেদেরকেই দোষ দিতে পারি। এই কারণেই আমি এটা মনে করছি।'
বুধবার সিরিজের তৃতীয় এবং শেষ এক দিনের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিংয়ে নিজেদের সেরাটা দিতে পারলেই কেবল জয় সম্ভব আত্মবিশ্বাস তলানিতে থাকা দলটির।