promotional_ad

রয়কে হ্যাজেলউডের খোঁচা

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


আগামী ১ আগস্ট শুরু হচ্ছে অ্যাশেজ সিরিজ। এরই মধ্যে শুরু হয়ে গেছে উত্তেজনা। সিরিজ শুরু আগেই ইংলিশ ওপেনার জেসন রয়কে খোঁচা দিয়েছেন অজি পেস তারকা জস হ্যাজেলউড।


ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে রয়কে নিয়ে মাইন্ড গেম খেলেছেন তিনি। জানিয়েছেন টেস্টের সঙ্গে ওয়ানডের বিস্তর তফাত রয়েছে। তাছাড়া, ইংল্যান্ডের মাটিতে ওপেনিং করাটাও বেশ চাপের। রয়ের আক্রমণাত্মক মেজাজের ব্যাটিং ইংল্যান্ডের কন্ডিশনে খুব একটা কাজে দেবে না বলেও মনে করেন এই অজি পেসার।



promotional_ad

এই প্রসঙ্গে হ্যাজেলউড বলেছেন, 'দেখা যাক রয় টেস্ট ক্রিকেটে কেমন করে। ও মাত্র একটি টেস্ট খেলেছে। টেস্টের ওপেনিং ব্যাটিংয়ের সঙ্গে ওয়ানডের ওপেনিংয়ের অনেক পার্থক্য। আমার মতে, ইংল্যান্ডে ওপেনিংয়ে ব্যাট করাটা সম্ভবত সবচেয়ে কঠিন। অবশ্য অ্যালিস্টার কুকের রেকর্ডটা অনন্য। এই কন্ডিশনে আক্রমণাত্মক ব্যাটিং করাটা খুব কঠিন।'


ওয়ানডেতে রয়ের স্ট্রাইক রেট ১০৭। ৮৪টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্যই টেস্ট অভিষেক হয়েছে রয়ের। প্রথম ইনিংসে ইংল্যান্ডে ৮৫ রানের গুটিয়ে যায়। সেই ইনিংসে রয়ের ব্যাট থেকে আসে মাত্র ৫ রান।


দ্বিতীয় ইনিংসে ৭২ রানের দারুণ একটি ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। মূলত নাইট ওয়াচম্যান হিসেবে জ্যাক লিচ ওপেনিংয়ে নামলে ওয়ান ডাউনে ব্যাট করতে হয় রয়কে। অজিদের বোলিং আক্রমণের সামনে রয় স্বস্তিতে ব্যাটিং করতে পারবেন না বলেও হুঁশিয়ার করে দিয়েছেন হ্যাজেলউড।



নিজেদের পেস বোলিং আক্রমণের সামর্থ্য জানিয়ে হ্যাজেলউড বলেন, ‘আমরা সবাই প্রত্যেককে ভালোভাবে জানি। একে অন্যের সঙ্গে অনেকদিন ধরে অনুশীলন করছি, সেটা প্যাটিনসন, সিডল কিংবা মাইকেল নেসারের সঙ্গে। আমার মনে হয়, একসঙ্গে খেলতে হলে প্রত্যেকের একে অন্যের সম্পর্কে জানাটা জরুরি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball