টেস্ট চ্যাম্পিয়নশিপের দারুণ সম্ভাবনা দেখছেন ভেট্টরি

ছবি: ছবিঃ এএফপি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের সদ্য নিয়োগ প্রাপ্ত স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি মনে করেন আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেটে আরও মাহত্ব যোগ করবে। এটিকে ক্রিকেটের দারুণ একটি সম্ভাবনা হিসেবে দেখছেন সাবেক এই কিউই অধিনায়ক।
আগামী ১ আগস্ট অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। শেষ হবে ২০২১ সালের জুন মাসে। প্রতিটি টেস্ট খেলুড়ে দেশ একাধিক দ্বিপক্ষীয় টেস্ট সিরিজ খেলবে। আসন্ন এই টেস্ট চ্যাম্পিয়নশিপের দারুণ সম্ভাবনা দেখছেন ভেট্টরি।

আইসিসির ওয়েবসাইটে নিজের কলামে ভেট্টরি লিখেছেন, 'আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেটের আকর্ষনীয় একটি সম্ভাবনা। বিশেষ করে এই ফরম্যাটটি দলগুলোর কাছে বাড়তি কিছু মাহত্ব যোগ করবে। ইতোমধ্যে টেস্ট ক্রিকেটের অনেক মাহত্ব আছে এবং এটা প্রতিটি সিরিজে টেস্টের আরও গুরুত্বপূর্ণ করে তুলবে।'
মূলত টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ ৯ দলকে নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। প্রতিটি দেশ একে অপরের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে। ১ আগস্ট ২০১৯ থেকে ৩০ এপ্রিল ২০২১ পর্যন্ত প্রতিটা দ্বিপাক্ষিক সিরিজই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হবে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ফরম্যাটটি খেলোয়াড়দের মাঝে এবং ক্রিকেট অঙ্গনে অনেক প্রভাব ফেলেছে বলে ধারণা ভেট্টরির। টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে এখনই উন্মাদনা শুরু হয়ে গেছে। ভেট্টরি মনে করেন ফাইনালেই দেখা যাবে এই চ্যাম্পিয়নশিপটি কতটা মানুষের কল্পনাশক্তি আয়ত্ব করতে পারে।
এই প্রসঙ্গে ভেট্টরি বলেছেন, 'এটি এমন একটি ফরম্যাট যা ইতোমধ্যে খেলোয়াড়দের কাছে এবং ক্রিকেট অঙ্গনে অনেক প্রভাব ফেলেছে। এখন এটা বিশেষ কিছু তৈরি করতে পারে। যখন আমরা প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দেখার সুযোগ পাবো, দেখবো এটা আমাদের কল্পনাশক্তি কতটা দ্রুত আয়ত্ব করতে পারে।'