promotional_ad

শেষ ম্যাচটি কুলাসেকারাকে উৎসর্গ কর??ে লঙ্কানরা

ছবিঃ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার তিন ম্যাচ সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৩১ জুলাই। কলম্বোর আর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩ টায়। আসন্ন এই ম্যাচটি সদ্যই অবসর নেয়া পেসার নুয়ান কুলাসেকারাকে উৎসর্গ করবে লঙ্কানরা।


সোমবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক লঙ্কান ক্রিকেট বোর্ড। কদিন আগেই আকস্মিক অবসরের ঘোষণা দেন শ্রীলঙ্কার এই পেসার। ৩৭ বছর বয়সী এই পেসারকে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় এবং শেষ ওয়ানডে দেখার জন্য বিশেষ ভাবে আমন্ত্রণ জানিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড।



promotional_ad

তারা প্রেমাদাসায় ছোটো একটি অনুষ্ঠান করে সম্মানিত করতে যাচ্ছে কুলাসেকারাকে। ২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন কুলাসেকারা। এরপর শ্রীলঙ্কার পেস বোলিং আক্রমণের মূল ভরসা হয়ে ওঠেন তিনি।


ওয়ানডে ক্যারিয়ারে ১৮৪টি ম্যাচ খেলেছেন তিনি। ক্যারিয়ার জুড়ে নিয়েছেন ১৯৯টি উইকেট। ২০০৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা পোষাকে অভিষেক হয় কুলাসেকারার। সর্বশেষ ২০১৭ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে খেলেছেন তিনি।


টেস্ট ক্যারিয়ারে ২১টি ম্যাচ খেলেছেন কুলাসেকারা। দখল করেছেন ৪৮টি উইকেট। ক্রিকেটের এই রাজকীয় ফরম্যাটে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। অবশ্য সীমিত ওভারের ক্রিকেটে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই পেসার।



২০০৮ সালে পাকিস্তানের বিপক্ষে অভিষেকের পর ২০১৮ পর্যন্ত টি-টোয়েন্টি দলের নির্ভরযোগ্য অংশ ছিলেন তিনি। ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচে ৬৬ উইকেট নিয়ে এই ফরম্যাটে শ্রীলঙ্কার তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি কুলাসেকারা।


২০১৮ সালের মার্চের পর থেকে সিনিয়র লেভেলে প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেননি কুলাসেকারা। এবার অবসরের সিদ্ধান্ত নিয়ে ক্রিকেটকেই বিদায় বলে দিলেন এই তারকা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball