promotional_ad

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ড্র বা টাই হলে কী হবে?

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


নয়টি টেস্ট খেলুড়ে দেশকে নিয়ে শুরু হতে যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। আগামী ১ আগস্ট ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজের প্রথম টেস্ট দিয়ে যাত্রা শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের। লঙ্গার ভার্সনের এই ক্রিকেট মহাযজ্ঞ শেষ হবে ২০২১ সালের জুন মাসে। প্রতিটি টেস্ট খেলুড়ে দেশ একাধিক দ্বিপক্ষীয় টেস্ট সিরিজ খেলবে। শীর্ষ দুই দলকে নিয়ে লর্ডসে আয়োজিত হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।


ফাইনাল ম্যাচটি যদি ড্র বা টাই হয় তবে কিভাবে চ্যাম্পিয়ন নির্ধারিত হবে তা ইতোমধ্যে জানিয়ে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তারা জানিয়েছে, এমনটা হলে শীর্ষ দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। তবে ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে’র ব্যবস্থা থাকবে। 



promotional_ad

যদি ম্যাচের বেশিরভাগ অংশ বৃষ্টির কারণে খেলা না হয়, তবে সেই ম্যাচটি রিজার্ভ ডেতে গড়াবে। এর জন্যও নিয়ম বেধে দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থাটি। তারা জানিয়েছে, পাঁচদিনের এই ম্যাচের জন্য সব মিলিয়ে ৩০ ঘন্টা বরাদ্দ রাখা হবে। প্রতিদিন খেলা হবে ৬ ঘণ্টা করে।


ম্যাচের নির্ধারিত সময়ের মধ্যে এক ঘণ্টার বেশি সময় ধরে যদি বৃষ্টি না হয় তবে ম্যাচটি রিজার্ভ ডেতে গড়াবে না। যদি বৃষ্টির কারণে যদি দিনের খেলা তিন ঘণ্টায় নেমে আসে তবে ম্যাচের অবশিষ্ট অংশ রিজার্ভ ডেতে গড়াবে।.


মূলত টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৯ দলকে নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। প্রতিটি দেশ একে অপরের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে। ১ আগস্ট ২০১৯ থেকে ৩০ এপ্রিল ২০২১ পর্যন্ত প্রতিটা দ্বিপাক্ষিক সিরিজই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হবে।



প্রতি সিরিজের মোট পয়েন্ট হবে ১২০। দুটি ম্যাচ হলে প্রতিটি ম্যাচের পয়েন্ট হবে ৬০। সিরিজে পাঁচটি ম্যাচ হলে প্রতিটি ম্যাচের পয়েন্ট হবে ২৪। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি দল মোট ছয়টি করে সিরিজ খেলবে। সিরিজের কোনো ম্যাচ ড্র হলে দুই ম্যাচের সিরিজে দুটি দল পাবে ২০ পয়েন্ট করে।


তিন ম্যাচের সিরিজ ড্র হলে প্রতিটি দলের নামের পাশে যুক্ত হবে ১৩.৩ পয়েন্ট করে। আর চার ম্যাচের সিরিজ হলে প্রতিটি দল পাবে ১০ পয়েন্ট করে এবং পাঁচ ম্যাচের সিরিজ হলে পাবে ৮ পয়েন্ট করে। কোনো ম্যাচ টাই হলে পয়েন্ট ভাগাভাগি করবে দুই দল। ২০২১ সালের ৩০ এপ্রিল সব দলের সিরিজ শেষে শীর্ষ দুই দল খেলবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball