promotional_ad

বিপিএলে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি খুঁজছে বিসিবি

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের জন্য নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন ফ্র্যাঞ্চাইজি চেয়ে সোমবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি।


আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের সপ্তম আসরের জাকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। এরপর আগামী ৬ ডিসেম্বর থেকে মাঠের লড়াই শুরু হবে দেশের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় এই মহাযজ্ঞের।


বিপিএলের আগামী আসরের ফরম্যাট, শিডিউল ও সম্ভাব্য ভেন্যুসহ সব তথ্য দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি। 



promotional_ad

এবারের আসরে থাকছে না ডিবিএল গ্রুপের মালিকানাধীন চিটাগংয়ের ফ্র্যাঞ্চাইজিটি। তারা দল গড়বে না বলে ইতোমধ্যে জানিয়ে দিয়েছে। তাই চিটাগংয়ের জন্য নতুন ফ্র্যাঞ্চাইজি খুঁজছে বিসিবি।


এ ছাড়া আরেকটি দলের খোঁজ করছে বিসিবি। সেই দলটি হতে পারে আগের দুই আসরে নিষিদ্ধ থাকা বরিশালের ফ্র্যাঞ্চাইজি। সেটা হলে প্রথমবারের মতো আট দলের বিপিএল অনুষ্ঠিত হতে যাচ্ছে।


বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি বলেছেন, 'চিটাগং ভাইকিংসের ফ্র্যাঞ্চাইজি আমাদের অফিসিয়ালি জানিয়েছে, তারা এবার দল গড়বে না। চিটাগংয়ের ফ্র্যাঞ্চাইজিটি আমরা বিক্রি করবো। এছাড়া, আরেকটি দল যোগ করবো আমরা। এ কারণেই দুটি ফ্র্যাঞ্চাইজি চেয়ে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।'


আগামী ২০ আগস্টের মধ্যে মুখবদ্ধ খামে সুলিখিত আবেদন বিসিবি ম্যানেজম্যান্ট অফিসের ঠিকানায় দেয়ার জন্য আহ্বান করা হয়েছে। আবেদন করতে বলা হয়েছে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বরাবর।



আবেদনপত্রের সঙ্গে ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে কোম্পানির সচ্ছলতা, হালনাগাদকৃত ট্রেড লাইসেন্সের কপি, কোম্পানি ও মালিকের বৃত্তান্ত, কোম্পানির যেকোনো একটি স্মারক, ট্যাক্স পরিশোধের নম্বর, ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যৌথ মালিকানাধীন কোম্পানির ক্ষেত্রে সব অংশীদারের সম্মতি এবং হালনাগাদকৃত অডিট রিপোর্ট সংযুক্ত করে দেয়ার অনুরোধ করা হয়েছে।


আবেদনপত্র প্রাথমিক যাচাই বাছাইয়ের পর বিসিবি নির্বাচিত কোম্পানি দুটির নাম ঘোষণা করবে। বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে দুটি কোম্পানির সঙ্গে বিপিএলের আগামী চার আসরের জন্য চুক্তি করবে বিসিবি। চুক্তি চার বছরের হলেও এরপরে আলোচনার মাধ্যমে মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে কোম্পানিগুলোর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball