শেষ ম্যাচের দাপটে ইমরুলদের সিরিজ ড্র
ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আফগানিস্তান 'এ' দলকে ৬২ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ 'এ' দল। ফলে ২-২ ব্যবধানে সিরিজ ড্র করেছে ইমরুল কায়েসের দল।
সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ 'এ' দল। তৃতীয় ওয়ানডে জিতে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখে ইমরুলরা। চতুর্থ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে সিরিজ জয়ের আশা থমকে যায়।
এবার শেষ ওয়ানডেতে আফগানদের হারিয়ে সমতায় সিরিজ শেষ করেছে বাংলাদেশ 'এ' দল। এই ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬২ রান করেছিল ইমরুলরা।
জবাবে খেলতে নেমে ২০০ রানে গুটিয়ে গেছে আফগানদের ইনিংস। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে আফগানিস্তান 'এ' দল। ওপেনার রহমতউল্লাহ গুরবাজ ৫৪ রান করে সেই বিপর্যয় সামাল দিয়েছেন।
মিডল অর্ডারে নাসির জামাল ৪৭ রানের ইনিংস খেলে দলের বিপর্যয় কিছুটা সামাল দিলেও তিনি ফেরার পর আবারও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তাঁরা। শেষ দিকে শরাফউদ্দিন আশরাফের ৩৫ এবং মিরওয়াইস আশরাফ ২৩ রান করে লড়াই করেছেন।

এ ছাড়া আর কেউ দাঁড়াতে না পারলে দলটি অল আউট হয় ২০০ রানে। বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি সফল ডানহাতি পেসার ইয়াসির আরাফাত মিশু। তিনি একাই নিয়েছেন ৩টি উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন আমিনুল ইসলাম এবং শফিকুল ইসলাম। ১টি করে উইকেট নিয়েছেন আবু জায়েদ এবং মেহেদী হাসান।
এর আগে নাঈম শেখের সেঞ্চুরিতে আফগানিস্তান 'এ' দলের বিপক্ষে আগে ব্যাটিং করে মাঝারি পুঁজি পায় বাংলাদেশ 'এ' দল। বাংলাদেশ 'এ' দলের ৪ জন ব্যাটসম্যানই রান আউটের শিকার হয়েছেন।
সিরিজের পঞ্চম এই ওয়ানডেতে টসে জিতে বাংলাদেশ 'এ' দলকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আফগানরা। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ 'এ' দলকে শুভ সূচনা এনে দেন দুই ওপেনার ইমরুল কায়েস এবং নাঈম শেখ।
এই দুজনে যোগ করে ৩৪ রান। ২১ রান করে 'এ' দলের অধিনায়ক ইমরুল ফিরলে এই জুটি ভাঙে। দ্বিতীয় উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি ফজলে মাহমুদ রাব্বি। তিনি রান আউট হয়েছেন মাত্র ৪ রান করে।
তৃতীয় উইকেটে আমিনুল ইসলামকে নিয়ে ৮০ রান যোগ করেছেন নাঈম। আমিনুল আউট হয়েছেন ২২ রান করে করিম জানাতের বলে বোল্ড হয়ে। পঞ্চম উইকেটে নেমে ৫৩ রানের ইনিংস খেলেছেন আফিফ হোসেন।
একপ্রান্ত আগলে রেখে নাঈম খেলেছেন ১২৬ রানের ইনিংস। এই টপ অর্ডার ব্যাটসম্যান ফিরে যাওয়ার পর আর কোনো ব্যাটসম্যান দাঁড়াতে না পারলে 'এ' দলের ইনিংস থামে ৯ উইকেট হারিয়ে ২৬২ রানে।
আফগানদের হয়ে করিম জানাত নিয়েছেন ৩টি উইকেট। ২টি উইকেট গেছে ফজল নাজাইয়ের ঝুলিতে। আফগান বোলারদের মধ্যে দারুণ মিতব্যয়ী বোলিং করেছেন মিরওয়াইস আশরাফ। ৫ ওভারে ১১ রান খরচ করেছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ 'এ' দলঃ ২৬২/৯ (৫০ ওভার) (নাঈম ১২৬, আফিফ ৫৩; জানাত ৩/৭৩)
আফগানিস্তান 'এ' দলঃ ২০০/১০ (৪৫.১ ওভার) ( গুরবাজ ৫৪, জামাল ৪৭; মিশু ৪০/৩)