শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশ ভালো দল!

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে ইতোমধ্যে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে হারলে হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হবে বাংলাদেশকে। এমন কঠিন সমীকরণের মাঝেও নিজেদের প্রমাণ করার সুযোগ দেখছেন বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার।
সোমবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন, বিশ্বকাপের শেষ দুই ম্যাচ এবং শ্রীলঙ্কা সিরিজের দুই ম্যাচে হেরে সব যে পরিবর্তন হয়ে গেছে এমনটা নয়। শেষ ম্যাচে জিতে লঙ্কানদের চেয়ে নিজেদের ভালো দল প্রমাণের লক্ষ্য সৌম্যর।

'আমরা যেভাবে ক্রিকেট খেলছিলাম। শেষ চার ম্যাচ হেরে যে আমাদের সবকিছু পরিবর্তন হয়ে যাবে সেটা কিন্তু না। শেষ ম্যাচে এটা প্রমাণ করার সুযোগ আছে যে আমরা আসলে ওদের থেকে ভালো দল।'
সিরিজ হেরে যাওয়ায় দেয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশের। এই মুহূর্তে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই বলে মনে করেন বাংলাদেশের বাঁহাতি এই ওপেনার। তাই শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
এ প্রসঙ্গে সৌম্য বলেছেন, 'সবকিছু মিলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। ইতোমধ্যে আমরা দুটি ম্যাচ হেরে সিরিজ হেরে গেছি। কিন্তু আমাদের এখন লক্ষ্য শেষ ম্যাচটিতে ভালোভাবে ঘুরে দাঁড়ানো এবং প্রমাণ করা আমরা যে ভালো দল।'
আগামী ৩১ জুলাই লঙ্কানদের বিপক্ষে তৃতীয় এবং শেষ ওয়ানডে খেলবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের প্রথম দুটি ম্যাচও এই মাঠেই অনুষ্ঠিত হয়েছে।